Durga Pujo: সমাজে মহিলাদের অবস্থান বদলের বার্তা, স্যানিটারি ন্যাপকিন দিয়ে মন্ডপ তৈরি আসানসোলে
ABP Ananda
Updated at:
03 Oct 2022 02:39 PM (IST)
1
আসানসোল এপিসি গার্ডেন দুর্গাপুজো কমিটির পুজোতে এবার অভিনব উদ্যোগ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
এখানে প্যাডের মাধ্যমে ফুল তৈরি করে বার্তা দেওয়া হয়েছে প্রকৃতির মধ্যেই রয়েছেন মা, সেখানে অশুভ বলে কিছু নেই।
3
এমনটাই জানিয়েছেন এই পুজোর শিল্পকলা যার হাতে তৈরি সেই শিল্পী রাতুল মন্ডল।
4
এই থিম ও শিল্পকলা প্রসঙ্গে রাতুলবাবু বলেন, মানুষের জীবনের স্বাভাবিকতাকে সমাজ যখন ভিন্ন দৃষ্টিতে দেখে তারই একটি প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
5
তিনি এও বলেন, যেমন মেয়েদের ঋতুচক্র চলকালীন সমাজের চোখে তখন তাঁদের ভিন্ন চোখে দেখা হয়ে থাকে। সেই ধারণা থেকেই ভাবনাবদল করার চেষ্টা করা হয়েছে।
6
পাশাপাশি কন্যা ভ্রূণ হত্যার বিষয়টিও এই মন্ডপে তুলে ধরা হয়েছে।
NEXT
PREV
জেলার খবর (district) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -