৪ বছর হল আত্মহত্যা করেছেন ‘বালিকা বধূ’ প্রত্যুষা, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছিটিয়ে মৃত্যুর আগে তাঁর একাধিক পোস্ট
1/14
(সব ছবি: ইনস্টাগ্রাম)
2/14
আজ অনুরাগীরা বুঝতে পারেন, কতটা একা হয়ে গিয়েছিলেন তাঁদের প্রিয় অভিনেত্রী।
3/14
4/14
5/14
সম্পর্কে বিশ্বাস চেয়েছিলেন তিনি কিন্তু তা সম্ভবত তাঁর ভাগ্যে ছিল না।
6/14
শুধু ভাল অভিনেত্রী নন, মানুষ হিসেবেও উন্নত ছিলেন তিনি। আজও টেলিভিশন দুনিয়া ভুলতে পারেনি তাঁকে।
7/14
প্রত্যুষা সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতে অনেক কিছু বলেছিলেন। তখন সে সবে নজর দেওয়া হলে হয়তো আজও আমাদের মধ্যে থাকতেন তিনি।
8/14
মুম্বইয়ে নিজের ফ্ল্যাটে গলায় দড়ি দেন প্রত্যুষা, শোনা যায়, রাহুল প্রতারণা করেছিলেন তাঁর সঙ্গে।
9/14
বয়ফ্রেন্ড রাহুল রাজকে ভীষণ ভালবাসতেন তিনি।
10/14
ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলেন। সঙ্গে চলছিল দুঃখ ভুলে সামনে তাকানোর ব্যর্থ চেষ্টা।
11/14
শোনা যায়, বয়ফ্রেন্ড রাহুলের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতেন প্রত্যুষা।
12/14
আত্মহত্যার আগে সোশ্যাল মিডিয়ায় করা তাঁর পোস্টগুলি বলে দিত তাঁর মনের অবস্থার কথা।
13/14
প্রত্যুষার ওই পদক্ষেপে শুধু তাঁর পরিবার নয়, হতবাক হয়ে যায় গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি।
14/14
২০১৬-র ২ এপ্রিল আত্মহত্যা করেছিলেন অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্য়ায়।
Published at :
Tags :
Pratyusha Banerjee