Prem Watsa: পকেটে ৬৪ টাকা নিয়ে কানাডা গমন, IDBI ব্যাঙ্ক কেনার দৌড়ে এগিয়ে এই প্রবাসী ভারতীয় ব্যবসায়ী
ঘোষণা হয়েছিল আগেই। এবার বিক্রি হয়ে যাচ্ছে IDBI ব্যাঙ্ক। কেন্দ্রীয় সরকার এবং LIC নিজেদের অংশীদারিত্ব বিক্রি করছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যোগ্য ক্রেতা খুঁজছেন। আর সেই দৌড়ে এগিয়ে রয়েছেন কানাডা নিবাসী ব্যবসায়ী প্রেম ওয়াতসা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকানাডার Fairfax Financial Holdings-এর চেয়ারম্যান প্রেম ওয়াতসা। তারুণ্যের সাসহে ভর করে কানাডা রওনা দিয়েছিলেন। একেবারে শূন্য থেকে ১৪ হাজার ১৭১ কোটির সাম্রাজ্য দাঁড় করিয়েছেন তিনি। সব ঠিক থাকলে, তাঁর হাতেই উঠতে পারে IDBI ব্যাঙ্কের ৬০.৭ শতাংশ অংশীদারিত্ব।
১৯৫০ সালের ৫ অগাস্ট হায়দরাবাদে মধ্যবিত্ত পরিবারে জন্ম প্রেম ওয়াতসার। বাবা ছিলেন স্কুলের শিক্ষক। মায়ের ব্যাপারে সেভাবে কিছু জানা যায় না। হায়দরাবাদেই স্কুলের শিক্ষা সম্পূর্ণ করেন। এর পর IIT মাদ্রাজে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন। রিচার্ড আইভি স্কুল অফ বিজনেস থেকে MBA ডিগ্রি অর্জন করেন প্রেম ওয়াতসা।
একটি সাক্ষাৎকারে প্রেম ওয়াতসা জানান, বাবা মনোহর ক্ল্যারেন্স ওয়াতসা একরকম ভাবে অনাথ ছিলেন। ২-৩ বছর বয়সে মা-বাবা মারা যাওয়ার পর মনোহর দাদু-দিদার কাছে গিয়ে ওঠেন। কিন্তু বয়স ১০ বছর হতে না হতেই দাদু-দিদাও মারা যান।
এর পর সংঘর্ষ করেই বড় হয়ে ওঠেন প্রেম ওয়াতসার বাবা। কিন্তু পড়াশোনা চালিয়ে যায়, যার দরুণ স্কুল শিক্ষকের চাকরি জুটে যায়। পরবর্তীতে স্কুলের অধ্যক্ষও হন তিনি। বাবাকেই অনুপ্রেরণা মনে করেন প্রেম ওয়াতসা।
IIT মাদ্রাজে নলিনী লোগানাধনের সঙ্গে আলাপ প্রেম ওয়াতসার। সেখান থেকেই প্রেম এবং বিয়ে। তাঁদের এক কন্যা এবং এক পুত্র সন্তান রয়েছে।
প্রেম জানিয়েছেন, পকেটে মাত্র ৬৪ টাকা নিয়ে কানাডা পৌঁছন তিনি। পড়াশোনার খরচ চালাতে দোকানে চিমনি বিক্রি করেছেন। এর পর একটি বিমা সংস্থায় চাকরি পান। সেখান থেকে নিজের সংস্থা প্রতিষ্ঠা করেন। কানাডার একের পর এক বিমা সংস্থা কিনে নেন তিনি।
বর্তমানে প্রেম ওয়াতসার মোট সম্পত্তির পরিমাণ ১৪ হাজার ১৭১ কোটি টাকা। তাঁকে কানাডার ওয়ারেন বাফেও বলা হয়।
শেয়ার বাজারের ওঠানামা নিয়ে ভবিষ্যদ্বাণী করতে পারার সুনামও রয়েছে প্রেম ওয়াতসার। নয়ের দশকে জাপানের শেয়ার বাজারে ধস নামবে বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি, যা সত্য প্রমাণিত হয়।
২০০৮ সালে আমেরিকায় অর্থনৈতিক মন্দার ভবিষ্যদ্বাণীও করেছিলেন প্রেম ওয়াতসা। IDBI ব্যাঙ্ক কিনতে এই মুহূর্তে তিনিই দৌড়ে এগিয়ে রয়েছেন। ২০২০ সালে পদ্মশ্রী সম্মান পান প্রেম ওয়াতসা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -