Ram Mandir Inauguration: ১০৮ ফুটের ধূপ! বিশালকার লাড্ডু! আর কীভাবে প্রস্তুতি অযোধ্যায়?
গুজরাতের ভাদোদরা থেকে এসেছে ১০৮ ফুট লম্বা ধূপকাঠি। শ্রী রাম জন্মভূমি মন্দিরে রাম লালার জন্য উপহার পাঠানো হয়েছে সেটি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাম মন্দির উদ্বোধনের আগেই অযোধ্যায় ভক্তদের ঢল। সেই ধূপকাঠি ছুঁয়ে প্রণাম পুণ্যার্থীদের।
ধূপকাঠি জ্বালানো হয়েছে মঙ্গলবার। মহন্ত নৃত্যগোপাল দাস এই ১০৮ ফুট লম্বা ধূপকাঠিতে অগ্নি সংযোগ করেন।
ওই ধূপকাঠি ছুঁয়ে দেখার জন্য হুড়োহুড়ি শুরু হয়েছে। ভিড় করছেন বহু ভক্ত। রাম মন্দির উদ্বোধনের আগে অযোধ্যামুখী ভক্তরা।
২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার এক সপ্তাহ আগে, কাল থেকেই শুরু হয়েছে নানারকম আচার-বিধি পালন
আজ রামচন্দ্রের বাল্যকালের মূর্তি নিয়ে অযোধ্যায় শোভাযাত্রা। মঙ্গল কলসে সরযূ নদীর জল নিয়ে রাম মন্দিরে আসেন ভক্তরা।
হায়দরাবাদ থেকে আনা হয়েছে বিশালাকার লাড্ডু। রাম মন্দিরের একেবারে ধ্বজার নীচে রয়েছে গর্ভগৃহ। সেখানেই অধিষ্ঠিত হবেন রামলালা। মন্দিরে ঢোকার পথ বা সিঁড়ির নাম দেওয়া হয়েছে সিংহদ্বার। সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই সোজা দেখা যাবে গর্ভগৃহ। দেখা মিলবে রামলালার।
রাম মন্দির উদ্বোধনের আগে গায়ে রামের নামে উল্কি করার ঢল শুরু হয়েছে। নানা ধরনের উল্কিতে সাজছেন ভক্তরা।
লতা মঙ্গেশকর চকে বালি দিয়ে তৈরি ভাস্কর্য, শিল্পী রূপেশ সিংহ। রাম মন্দির উদ্বোধনের আগে এরকমই নানা শিল্পে সেজেছে অযোধ্য়ার নানা কোণা।
রাম মন্দির উদ্বোধনের আগে গোটা অযোধ্যা রাম-সীতাময়। শহরের সেতু ও নানা দেওয়াল সেজে উঠছে রামায়ণের নানার মুহূর্তের গ্রাফিতিতে। সব ছবি: PTI
- - - - - - - - - Advertisement - - - - - - - - -