আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, দেখে নিন সফরসূচি
1/6
হলদিয়ার রানিচকে একটি রেল ওভারব্রিজের উদ্বোধন করার কথা মোদির। এরপর সন্ধেয় কলকাতা ফিরে রাতেই দিল্লি উড়ে যাবে তাঁর বিমান।
2/6
ধোবি-দুর্গাপুর প্রাকৃতিক গ্যাসলাইনের উদ্বোধন করবেন তিনি।
3/6
বিপিসিএলের এলপিজি টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
4/6
এরপর পেট্রোলিয়াম মন্ত্রকের একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
5/6
সেখান থেকে কপ্টারে চড়ে যাবেন হলদিয়ায়। প্রথমে হলদিয়া হেলিপ্যাড গ্রাউন্ডে রাজনৈতিক সভায় অংশ নেবেন নরেন্দ্র মোদি।
6/6
আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। দুপুর ৩টে ১০-এ কলকাতায় নামবে তাঁর বিমান। সেখান থেকে কপ্টারে চড়ে যাবেন হলদিয়ায়।
Published at :