Rahul Gandhi: রাহুল গাঁধীর ইস্যুতে সত্যাগ্রহের ডাক কংগ্রেসের, মোদিকে আক্রমণ প্রিয়ঙ্কার
রাহুল গাঁধীর সাংসদ পদ খারিজ ইস্যুতে, 'প্রতিহিংসার' অভিযোগ তুলে দেশজুড়ে সত্যাগ্রহের ডাক দিয়েছে কংগ্রেস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএদিন রাজঘাট থেকে প্রধানমন্ত্রী মোদিকে তীব্র আক্রমণ শানিয়েছেন বলেন প্রিয়ঙ্কা।
প্রিয়ঙ্কা এদিন বলেন, 'আমার বিরুদ্ধেও মামলা করুন। জেলে নিয়ে যান আমাকেও। কিন্তু আসল কথা হল দেশের প্রধানমন্ত্রী কাপুরুষ।'
প্রিয়ঙ্কা এদিন আরও বলেন, ' ক্ষমতার আড়ালে মুখ লুকিয়ে রয়েছেন। অহঙ্কারে পরিপূর্ণ। আর অহঙ্কারী রাজাকে মুখের মতো জবাব দেওয়া এই দেশের বরাবরের সংস্কৃতি।'
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে কংগ্রেসের সঙ্কল্প সত্যাগ্রহের অনুমতি দিল না পুলিশ।
১৪৪ ধারা জারি থাকার কারণে অনুমতি মেলেনি বলে পুলিশের দাবি। যদিও কংগ্রেস সূত্রে খবর, এর আগে এই কর্মসূচিতে অনুমতি দেয় পুলিশ।
তবে অনুমতি না মিললেও রাজঘাটে সঙ্কল্প সত্যাগ্রহ হবে বলে কংগ্রেসের তরফে জানানো হয়েছে। এই ইস্যুতে প্রতিবাদে ট্যুইট করেছেন কংগ্রেস সাংসদ ও দলের সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল।
তিনি লেখেন, সংসদে আমাদের কণ্ঠস্বর স্তব্ধ করার পর, সরকার আমাদের বাপুর সমাধিতেও শান্তিপূর্ণ সত্যাগ্রহ করতে দিতে অস্বীকার করেছে। বিরোধীদের প্রতিবাদে বাধা দেওয়া মোদি সরকারের অভ্যাসে পরিণত হয়েছে। এভাবে ভয় দেখিয়ে আমাদের থামানো যাবে না। সত্যের জন্য, স্বেচ্ছাচারের বিরুদ্ধে লড়াই চলবে। ট্যুইটে লেখেন কংগ্রেস সাংসদ কে সি বেণুগোপাল।
বিজ্ঞপ্তি জারি লোকসভার সচিবালয়ের। মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে গতকালই সাজা শুনিয়েছিল সুরাতের আদালত। রাহুলকে ২ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছিল আদালত।
২ বছরের জেলের সাজার পরেই জামিন পান রাহুল গাঁধী। এই ইস্যুতে অধীর চৌধুরী বলেন, 'রাহুল গাঁধীর বিরুদ্ধে এটা প্রতিহিংসার রাজনীতি মোদি সরকারের।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -