Bihar Assembly Elections 2025: রাজনীতিতে নতুন মুখ, শুধুই কালো পোশাক পরেন, মুখ ঢেকে রাখেন মাস্কে, ধর্ম-জাতপাতের ঊর্ধ্বে নতুন বিহার গড়তে চান পুষ্পম প্রিয়া

Pushpam Priya Chaudhary: উচ্চশিক্ষিত, বিদেশফেরত নেত্রী। বিহারকে পাল্টে ফেলার স্বপ্ন দেখেন। -ফাইল চিত্র।

Continues below advertisement

-ফাইল চিত্র।

Continues below advertisement
1/10
নির্বাচনের সময় ভূরি ভূরি প্রতিশ্রুতি। নির্বাচন মিটলে আর টিকি দেখা যায় না। বছরের পর বছর এই ধারাই চলে আসছে। কিন্তু এবার সেই ধারার পরিবর্তন চান পুষ্পম প্রিয়া চৌধরি। বিহারের রাজনীতিতে পট পরিবর্তন চান তিনি।
2/10
তথাকথিত রাজনীতিক নন তিনি। বিদেশ থেকে উচ্চশিক্ষা লাভ করে ফিরেছেন। ধর্ম ও জাতপাতের রাজনীতিতে বিশ্বাস নেই একেবারেই। বিহারে বিধানসভা নির্বাচনের মুখে খবরের শিরোনামে উঠে এসেছেন পুষ্পম প্রিয়া।
3/10
কালো পোশাক ছাড়া কিছু পরেন না। মুখও ঢেকে রাখেন কালো মাস্কে। নির্বাচনে জিতলে তবেই মাস্ক খুলবেন বলে জানিয়েছেন পুষ্পম প্রিয়া। বিহারের রাজনীতিতে পরিবর্তন দেখতে চান তিনি। তাই বিজের দল ‘The Plurals Party’-র হয়ে প্রচারে ঝাঁপিয়েছেন একাই। একা কতটা কী করতে পারবেন, তা নিয়ে অনেকে সন্দিহান হলেও, তাঁকে নিয়ে আশাবাদী লোকের সংখ্য়াও কম নয়।
4/10
বিহারের রাজনীতির অন্যতম পরিচিত মুখ, নীতীশ কুমারের একদা সতীর্থ, বিনোদ কুমার চৌধরির মেয়ে পুষ্পম প্রিয়া। বিনোদ কুমার সংযুক্ত জনতা দলের দ্বারভাঙার নেতা ছিলেন। পুষ্পম প্রিয়ার দাদু, অধ্য়াপক উমাকান্ত চৌধরিও নীতীশের সতীর্থ ছিলেন। সমতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতাও তিনি। কাকা বিনয় কুমার চৌধরি সংযুক্ত জনতা দলের বিধায়ক নির্বাচিত হন ২০২০ সালে।
5/10
১৯৮৭ সালের ১৩ জুন জন্ম পুষ্পম প্রিয়ার। দ্বারভাঙায় কাটে স্কুল জীবন। স্নাতক হন পুণের কলেজ থেকে। এর পর উচ্চশিক্ষার জন্য ব্রিটেন রওনা দেন। ইউনিভার্সিটি অফ সাসেক্স থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন পুষ্পম প্রিয়া। ২০১৯ সালে লন্ডন স্কুল অফ ইকনমিক্স থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ডিগ্রি অর্জন করেন। বিহার সরকারের পর্যটন ও স্বাস্থ্য বিভাগেও কাজ করেছেন।
Continues below advertisement
6/10
২০২০ সালের ৮ মার্চ ‘The Plurals Party’-র প্রতিষ্ঠা করেন পুষ্পম প্রিয়া। ধর্ম ও জাতপাতের রাজনীতির ঊর্ধ্বে, উন্নয়নের রাজনীতিতে জোর দেন তিনি। নিজেকে দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীও ঘোষণা করেন। প্রথমে ২৪৩টি আসনেই প্রার্থী দিতে চেয়েছিলেন পুষ্পম প্রিয়া। কিন্তু দলের নথিভুক্তিকরণে দেরি হওয়ায় ১৪৮টি আসনেই প্রার্থী দিতে সফল হন। কিছু নির্দল প্রার্থীও ছিলেন।
7/10
প্রকাশ্যেই ধর্ম ও জাতপাতের রাজনীতির বিরোধিতা করেন পুষ্পম প্রিয়া। মনোনয়নপত্রে ধর্মের জায়গায় ‘বিহার’ লেখার নিদান দিয়েছিলেন নিজের দলের প্রার্থীদের। এ বছর বিধানসভা নির্বাচনে ২৪৩টি আসনে প্রার্থী দাঁড় করাচ্ছেন পুষ্পম প্রিয়া। তাঁর দলের প্রতীকচিহ্ন ‘City’। দ্বারভাঙা থেকে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন পুষ্পম প্রিয়া।
8/10
সংবাদমাধ্যমে পুষ্পম প্রিয়া জানিয়েছেন, বিহারে রাজনীতির গুণমান একেবারে পড়ে গিয়েছে। বিরোধী শিবিরে আরও শিক্ষিত নেতার প্রয়োজন বলে মত তাঁর। দলের নাম ‘The Plurals Party’ রাখা নিয়ে বলেন, “ধর্মীয় পরিচয়, জাতপাতের ঊর্ধ্বে সকল মানুষকে নিয়ে তৈরি আমার দল। কাঁধে কাঁধ মিলিয়ে সুশাসন প্রতিষ্ঠার লড়াই।” কিন্তু বিহারের মানুষ ‘The Plurals Party’-র এহেন নামকরণের গুরুত্ব কি বুঝবেন? পুষ্পম প্রিয়ার যুক্তি, “একসময় কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টির নামও উচ্চারণ করতে পারতেন না। আমি একেবারে আলাদা। আমাদের নিজস্ব আদর্শ আছে।”
9/10
সবসময় কালো পোশাক পরেন কেন, কাল মাস্কে মুখই বা ঢেকে রাখেন কেন, তারও জবাব দিয়েছেন পুষ্পম প্রিয়া। তিনি বলেন, “আমি কালো পোশাক পরি, কারণ রাজনীতিকরা সাদা পরেন কেন জানি না।” নির্বাচনে জয় পেলে তবেই মাস্ক খুলবেন বলেও জানিয়েছেন তিনি।
10/10
জাতীয় রাজনীতি নিয়েও নিজের মতামত তুলে ধরেন পুষ্পম প্রিয়া। রাহুল গাঁধীর চেয়ে অখিলেশ যাদবকে বেশি ‘সিরিয়াস নেতা’ মনে হয় তাঁর। রাজনীতিতে না এসে, প্রশান্ত কিশোর ভোটকুশলী থাকলেই পারতেন বলেও মনে করেন।
Sponsored Links by Taboola