করোনায় কীভাবে সময় কাটাচ্ছেন রাধিকা আপ্তে? চলুন, দেখা যাক

1/8
সব ছবি: ইনস্টাগ্রাম
2/8
এখনও ফের কাজ শুরু করেননি রাধিকা।
3/8
4/8
অর্থাৎ খাওয়া, ঘুমনো, ব্যায়াম, হাঁটাহাঁটি, ছবি দেখা আর বই পড়া ছাড়া কিচ্ছু করছেন না। তবে মা ও পরিবারের কথা মনে পড়ছে।
5/8
6/8
লকডাউনে কিছু না করে একদম নিজের মত থাকার চেষ্টা করছেন তিনি।
7/8
রাধিকা বলেছেন, পৃথিবীতে এখন নানা কিছু ঘটছে। আমি ভবিষ্যৎ নিয়ে ভাবনাচিন্তা না করেই দিব্য়ি আছি, কারণ এই সময়টা অনিশ্চয়তায় ভরা। সেভাবেই কাটাচ্ছি এখন।
8/8
রাধিকা আপ্তে মনে করেন, কখনও কখনও কিচ্ছু না করাও খুব জরুরি।
Sponsored Links by Taboola