Rahul Gandhi: মাঠে নেমে ধান রুইলেন, ট্রাক্টরও চালালেন 'কৃষক' রাহুল

দিল্লি সিমলা যাচ্ছিলেন। মাঝপথে থামলেন হরিয়ানার সোনপতে। সেখানেই কৃষকের ভূমিকায় দেখা গেল কংগ্রেস নেতা রাহুল গাঁধীকে। মাঠে নেমে ধান রুইতে দেখা গেল রাহুল গাঁধীকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
হরিয়ানার বরোদার একাধিক গ্রামে গেলেন রাহুল। চাষের পরিস্থিতি নিয়ে কথা বলেন। সমস্যার কথা শোনেন। শুধু শুনেই ক্ষান্ত হননি। নিজেই নেমে পড়েন মাঠে।

এখন ধান রোয়ার সময়। কীভাবে কাজ হয় সেটা দেখতেই মাঠে নামেন তিনি। নিজেই হাতে তুলে নেন ধানের চারা। মাঠে ধান বুনতে দেখা যায় রাহুল গাঁধীকে।
চাষের কাজের অন্যতম অঙ্গ ট্রাক্টর। সেই ট্রাক্টরেই চড়ে বসেন রাহুল গাঁধী। ট্রাক্টর চালাতে দেখা যায় রাহুলকে।
এদিন সকালে বেশ কিছু গ্রামে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। তাঁদের সঙ্গে বসেই সকালের জলখাবার খান তিনি।
কৃষি আইনের বিরোধিতা করে আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল হরিয়ানা। একাধিক সমস্যার অভিযোগ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন কৃষকদের একটি বড় অংশ। আগামী বছর লোকসভা ভোটের আগে এবার সেই এলাকাতেই কৃষকদের সঙ্গে মিশে যেতে দেখা গেল রাহুল গাঁধীকে।
এমন ঘটনায় খুশির হাওয়া হরিয়ানা কংগ্রেসে। সে রাজ্যের গ্রামীন এলাকায় বাসিন্দাদের সঙ্গে কৃষিকাজ ওতপ্রোতভাবে জড়িত। সেখানেই রাহুল গাঁধীকে মাঠে নেমে কাজ করতে দেখে চাঙ্গা প্রদেশ কংগ্রেস।
এই কাণ্ডে তোপ দেগেছেন হরিয়ানার বিজেপি নেতারা। গরমে কাজ না করে, ভাল আবহাওয়ায় ফটোশ্যুট করেছেন রাহুল, কটাক্ষ বিজেপির।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -