Sourav Ganguly Birthday: দাদাকে দেখে বাঁহাতে ব্যাটিং শুরু, হয়ে উঠেছিলেন অফসাইডের 'ঈশ্বর'
সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ৫১ বছর পূর্ণ করলেন আজ, ৮ জুলাই, শনিবার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমহারাজের জন্মদিনকে কেন্দ্র করে উৎসবের আবহ ভারতীয় ক্রিকেটমহলে (Indian Cricket Team)। সকাল থেকে অভিনন্দন বার্তায় ভাসছেন জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ক।
বল করতেন ডানহাতে, লেখেন ডানহাতে। তাহলে ব্যাটিং কেন বাঁহাতে করতেন মহারাজ?
দাদা স্নেহাশিস ছিলেন বাঁহাতি ব্যাটার। ছোটবেলায় তাঁর ক্রিকেট কিট নিয়ে প্র্যাক্টিস করবেন বলেই বাঁহাতি ব্যাটার হয়ে যান সৌরভ।
অফসাইডে যে কোনও বলকে বাউন্ডারিতে পাঠাতে পারতেন। রাহুল দ্রাবিড় বলেছিলেন, অফসাইডে খেলার দক্ষতায় প্রথমে ঈশ্বর, তারপর সৌরভ।
ডাকনাম মহারাজ। পরে জেফ বয়কট তাঁর নামকরণ করেছিলেন, 'প্রিন্স অফ ক্যালকাটা'।
বাবা চণ্ডীদাস গঙ্গোপাধ্যায়ের ছিল প্রিন্টিং প্রেসের ব্যবসা। যা এশিয়ার তৃতীয় বৃহত্তম ছিল।
বেহালার বীরেন রায় রোডের বাড়িতে রয়েছে ৪৫টি বেডরুম! পাশের বাড়ির মেয়ে ডোনার সঙ্গে বিয়ে। তারপর বিয়ে। বাড়িতে লুকিয়ে রেজিস্ট্রি সেরেছিলেন। পরে আনুষ্ঠানিকভাবে সাত পাকে বাঁধা পড়েন।
১৯৯২ সালে ব্রিসবেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে অভিষেক। সফল হননি সেই ম্যাচে। বাদও পড়েন।
১৯৯৬ সালে জাতীয় দলে প্রত্যাবর্তন। লর্ডসে অভিষেক টেস্টে সেঞ্চুরি। ইংল্যান্ড সফরে জোড়া সেঞ্চুরি করেন। আর পিছনে ফিরে তাকাতে হয়নি। - পিটিআই ফাইল ছবি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -