Rajasthan Elections 2023:রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম তো শুনলেন , কিন্ত ২ উপমুখ্যমন্ত্রীর মধ্যে কে দিয়া কুমারী?
রাজস্থানের মুখ্য়মন্ত্রীর নাম ঘোষণা করে একপ্রস্ত চমক দিয়েই দিয়েছিল শীর্ষ বিজেপি নেতৃত্ব। তবে চমকের যে তখনও আরও বাকি, সেটি বোধহয় বহু পোড়খাওয়া রাজনৈতিক বিশেষজ্ঞ আন্দাজ করে উঠতে পারেননি। মরুরাজ্যের ২ উপমুখ্যমন্ত্রীর মধ্যে একদিকে তফশিলি জাতি নেতা প্রেমচন্দ বৈরওয়া, অন্য দিকে রাজপরিবারের সদস্যা দিয়া কুমারী। নাম ঘোষণা হতেই তাক লেগে যায় অনেকের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবার রাজস্থানের মুখ্যমন্ত্রী পদের দাবিদার হিসেবে জয়পুরের রাজপরিবারের সদস্যা দিয়া কুমারীর নামটা আনাগোনা করছিল। শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রী হিসেবে ভজনলাল শর্মাকে বেছে নিলেও রাজস্থানের রাজনীতিতে রাজপরিবারের তাৎপর্য একেবারে অগ্রাহ্য করেনি গেরুয়া শিবির।
বর্তমানে রাজসমন্দের সাংসদ দিয়া এবার বিদ্যাধর নগর নির্বাচনী কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ৭১ হাজার ভোটে কংগ্রেসের সীতারাম আগরওয়ালকে হারিয়ে দেন তিনি।
জয়পুরের শেষ মহারাজা, দ্বিতীয় মানসিংহের নাতনি দিয়া কুমারী এবার ভোটে নিজেকে 'জয়পুরের মেয়ে' হিসেবে তুলে ধরেই প্রচার চালিয়েছিলেন।
' রাস্তাঘাটে চলাফেরা করেন এমন রাজকন্যা', জয়পুরের সাধারণ মানুষের মধ্যে এভাবেও পরিচিত দিয়া। একদিকে রাজ-বংশের ঐতিহ্য, অন্য দিকে সাদামাঠা ব্যক্তিত্ব, দুইয়ে মিলে অত্যন্ত জনপ্রিয় তিনি।
২০১৩ সালে বিজেপিতে যোগ দেন দিয়া কুমারী। তার পর থেকে ৩টি নির্বাচনে লড়েছেন। তিনটিতেই জয়ী। ২০১৩ সালে সওয়াই-মাধোপুর থেকে বিধায়ক, তার ২০১৯ সালের লোকসভা ভোটে রাজসমন্দ থেকে সাংসদ এবং এবার, বিদ্যাধর নগর থেকে জয়।
৫২ বছরের 'পিপলস প্রিন্সেস' এবার প্রচারে শিক্ষা, স্বাস্থ্য, মহিলাদের ক্ষমতায়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণের দিকেও জোর দিয়েছিলেন।
রাজস্থান যাতে মহিলাদের জন্য ফের নিরাপদ হয়ে ওঠে, সে ব্যাপারেও নির্বাচনী প্রচারে আশ্বাস দিতে শোনা যায় তাঁকে। প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন হয়, তা সময়ই বলবে। তবে আপাতত, জয়পুরের প্রাক্তন রাজপরিবারের এই সদস্যার উপমুখ্যমন্ত্রিত্বে আনন্দ ও বিস্ময় নানা মহলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -