Prayagraj Magh Mela: মহাকুম্ভের 'মহড়া' আসন্ন মাঘমেলা, সাজছে প্রয়াগরাজ
দিনপাঁচেক আগে গঙ্গার পুজো দিয়েই প্রয়াগরাজে মাঘমেলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সন্ন্যাসী, পুরোহিতদের সঙ্গে ওই পুজোর দিন হাজির ছিলেন প্রশাসনের কর্তাব্যক্তিরাও। মেলা যাতে নির্বিঘ্নে মেটে, সে দিকে নজর রাখতে গিয়ে তার পর থেকে আর দম ফেলার সময় নেই প্রশাসনের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবছরখানেক পর মহাকুম্ভ। তারই মহড়া হবে এবারের মাঘমেলায়, অন্তত সেই রকম নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাই এই বছর মেলা উপলক্ষ্যে বেশ কিছু বিশেষ ব্যবস্থা থাকছে প্রয়াগরাজে।
১৪ জানুয়ারি অর্থাৎ মকর সংক্রান্তি থেকে প্রয়াগরাজের এই মাঘমেলা শুরু হওয়ার কথা। চলবে ৮ মার্চ অর্থাৎ মহাশিবরাত্রি পর্যন্ত। বিশেষ বন্দোবস্তের পাশাপাশি পরীক্ষামূলক কিছু জিনিসও করা হবে এবারের মেলায়, শোনা যাচ্ছে এমন কথাও।
প্রয়াগরাজের কমিশনার জানিয়েছেন, পাঁচ নয়। এই বছর ৬টি সেক্টরে মাঘ মেলার আয়োজন করা হবে। সেই সঙ্গে এবার মেলায় ৫টির পরিবর্তে ৬টি পনটুন ব্রিজ বানানো হবে বলেও জানান তিনি। মোটের উপর ৭৬৮ একর জুড়ে ছড়িয়ে থাকবে এই মেলা।
প্রশাসন সূত্রে খবর, সোলার হাইব্রিড লাইটস ব্যবহার করা হবে মেলায়। এখানে এই আলোর ব্যবহারে সাফল্য পাওয়া গেলে মহাকুম্ভের সময়ও সোলার হাইব্রিড লাইটস-এই আস্থা রাখবে প্রশাসন।
'প্রয়াগরাজ ফেয়ার অথরিটি' এবার স্বচ্ছতার দিকটি দেখভাল করবে বলে জানান কমিশনার। মেলার প্রস্তুতি নিরন্তর খুঁটিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। এবারের মেলার আরও একটি বিশেষত্ব থাকছে।
মহাকুম্ভের 'মহড়া' হিসেবে আয়োজিত এবারের মাঘমেলা সম্পূর্ণ প্লাস্টিক বিবর্জিত হতে চলেছে বলে খবর।
কড়া নিরাপত্তারও ব্যবস্থা থাকছে মেলার প্রতিটি প্রান্তে। সব মিলিয়ে ৫ হাজার জন নিরাপত্তা আধিকারিক মোতায়েন থাকবেন এবার। প্রত্যেককে বিশেষ ট্রেনিং-ও দেওয়া হবে বলে খবর। শিশু ও মহিলাদের নিরাপত্তার জন্য সিভিল ড্রেসেও থাকবেন নিরাপত্তা আধিকারিকরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -