Ram Mandir Inauguration: লেজার আলোর দ্যুতি, কড়া নিরাপত্তা ব্যবস্থা, অযোধ্যায় ভিড় ভক্তদের
Ayodhya: জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী থাকতে দেশের নানা প্রান্ত থেকে আসছেন ভক্তরা।
Continues below advertisement

ছবি সৌজন্যে-পিটিআই
Continues below advertisement
1/10

সোমবার নতুন রাম মন্দিরের উদ্বোধন। তার আগে এখনই যেন উৎসব নগরীতে পরিণত হয়েছে সরয়ূপাড়ের প্রাচীন শহর।
Continues below advertisement
2/10
লেজার আলোর দ্যুতি, জয় শ্রীরাম রব আর কাতারে কাতারে ভক্তের আনাগোনা।
3/10
শেষ পর্বে এসে পৌঁছেছে প্রতীক্ষা। তারপরেই নতুন রাম মন্দিরের উদ্বোধন।সরযূর তট এখন যেন ভক্তি আর আবেগের সঙ্গম।
4/10
রাম মন্দিরের উদ্বোধনের আগে যেন সারা দেশের ডেস্টিনেশন হয়ে উঠেছে আর্যাবর্তের প্রাচীন জনপদ।
5/10
জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী থাকতে দেশের নানা প্রান্ত থেকে অযোধ্যায় আসছেন ভক্তরা।
6/10
হাতে গেরুয়া নিশান, মুখে রাম নাম। কেউ হেঁটেই চলে এসেছেন, কেউ আবার সাইকেল নিয়ে পৌঁছে গিয়েছেন অযোধ্যায়।
7/10
সোমবারের অনুষ্ঠানের দিকে তাকিয়ে এখন থেকেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে অযোধ্যাকে।
8/10
নিরাপত্তার কারণে রবি ও সোমবার মন্দিরে ঢোকা যাবে না। তার আগেই এখন দর্শন সেরে নিচ্ছেন অনেকে।
9/10
বুধবারই রামলালার মূর্তি আনা হয় নতুন রাম মন্দিরে। কর্নাটকের শিল্পী অরুণ যোগীরাজের তৈরি করা সেই মূর্তি এখন গর্ভগৃহে বিরাজমান।
10/10
২২ জানুয়ারি, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন কেন্দ্রীয় সরকারি অফিসগুলিতে অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে।
Published at : 18 Jan 2024 11:39 PM (IST)