Ram Mandir Inauguration: লেজার আলোর দ্যুতি, কড়া নিরাপত্তা ব্যবস্থা, অযোধ্যায় ভিড় ভক্তদের
সোমবার নতুন রাম মন্দিরের উদ্বোধন। তার আগে এখনই যেন উৎসব নগরীতে পরিণত হয়েছে সরয়ূপাড়ের প্রাচীন শহর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলেজার আলোর দ্যুতি, জয় শ্রীরাম রব আর কাতারে কাতারে ভক্তের আনাগোনা।
শেষ পর্বে এসে পৌঁছেছে প্রতীক্ষা। তারপরেই নতুন রাম মন্দিরের উদ্বোধন।সরযূর তট এখন যেন ভক্তি আর আবেগের সঙ্গম।
রাম মন্দিরের উদ্বোধনের আগে যেন সারা দেশের ডেস্টিনেশন হয়ে উঠেছে আর্যাবর্তের প্রাচীন জনপদ।
জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী থাকতে দেশের নানা প্রান্ত থেকে অযোধ্যায় আসছেন ভক্তরা।
হাতে গেরুয়া নিশান, মুখে রাম নাম। কেউ হেঁটেই চলে এসেছেন, কেউ আবার সাইকেল নিয়ে পৌঁছে গিয়েছেন অযোধ্যায়।
সোমবারের অনুষ্ঠানের দিকে তাকিয়ে এখন থেকেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে অযোধ্যাকে।
নিরাপত্তার কারণে রবি ও সোমবার মন্দিরে ঢোকা যাবে না। তার আগেই এখন দর্শন সেরে নিচ্ছেন অনেকে।
বুধবারই রামলালার মূর্তি আনা হয় নতুন রাম মন্দিরে। কর্নাটকের শিল্পী অরুণ যোগীরাজের তৈরি করা সেই মূর্তি এখন গর্ভগৃহে বিরাজমান।
২২ জানুয়ারি, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন কেন্দ্রীয় সরকারি অফিসগুলিতে অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -