ঘণ্টায় ১৩০ কিলোমিটারের উপরে গাড়ি চালিয়ে পার পাওয়া যাবে না আর !

Rash Driving : যেতে হতে পারে গারদে। পয়লা অগাস্ট থেকে কোথায় কার্যকরী হবে এই নিয়ম ?

বেশি গতিতে গাড়ি চালানো, সবসময়ই উদ্বেগের। আর তাতেই ঘটে বেশিরভাগ দুর্ঘটনা। এই সমস্যা মোকাবিলায় এবার কড়া হল প্রশাসন।

1/10
সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্যে ১৩০ কিলোমিটারের উপরে গাড়ি চালালেই এবার থেকে FIR দায়ের করা হবে চালকের বিরুদ্ধে। পয়লা অগাস্ট থেকে কার্যকরী হবে এই নিয়ম।
2/10
এই সিদ্ধান্ত নিয়েছে কর্ণাটক রাজ্য পুলিশ। সে রাজ্যের ADG (ট্রাফিক ও পথ সুরক্ষা) অলোক কুমার সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি জানান, অতিরিক্ত গতিই রাজ্যে ৯০ শতাংশ মারাত্মক দুর্ঘটনার কারণ।
3/10
অলোক কুমার জানান, শুধু ২৫ জুলাই বেঙ্গালুরু-মাইসুরু হাইওয়েতে ১৩০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালিয়েছেন ১৫৫ জন।
4/10
তাঁর ব্যাখ্যা, ভারতীয় ন্যায় সংহিতার অধীনে ১২০ কিলোমিটারের উপরে গতি হলেই তা অনিয়ন্ত্রিত ও ভয়াবহ ড্রাইভিংয়ের নজির।
5/10
অত্যধিক গতির কারণে অনিয়ন্ত্রিত বেশ কিছু গাড়ি চালনার উদাহরণও দেন তিনি। কিছুদিন আগে Nandi Infrastructure Corridor Enterprise-এ ১৬০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানোয় তিনজনের মৃত্য়ু হয়।
6/10
২০২২ সালে কর্ণাটকে ৯০ শতাংশ দুর্ঘটনায় মৃত্যু গাড়ির অত্যধিক গতির কারণে ঘটে। পরে সুপ্রিম কোর্ট বিষয়টিতে নজর দিতে বলে। তারপরেই এই সিদ্ধান্ত সরকারের।
7/10
তবে শুধুমাত্র হাইওয়ে নয়, গোটা রাজ্যের সমস্ত রাস্তাতেই মানা হবে এই নিয়ম। স্পিড লেসার গান, অটোমেটিক নাম্বার প্লেট রেকগনিশন ক্যামেরার সাহায্যে রাতেও চালানো হবে নজরদারি।
8/10
অলোক কুমার জানান, গোটা দেশে জাতীয় সড়কগুলিতে সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ১০০ কিলোমিটার।
9/10
রাজ্য এবং অন্যান্য হাইওয়েতে সর্বোচ্চ গতি আরও কম। তবে এক্সপ্রেসওয়েগুলিতে এই গতির মাত্রা আরেকটু বেশি।
10/10
সর্বোচ্চ ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টায় গাড়ি চালানো যায় ওই রাস্তাগুলিতে। এবার থেকে গতিতে রাশ টানতে উদ্যোগী হবে কর্ণাটক।
Sponsored Links by Taboola