ঘণ্টায় ১৩০ কিলোমিটারের উপরে গাড়ি চালিয়ে পার পাওয়া যাবে না আর !
সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্যে ১৩০ কিলোমিটারের উপরে গাড়ি চালালেই এবার থেকে FIR দায়ের করা হবে চালকের বিরুদ্ধে। পয়লা অগাস্ট থেকে কার্যকরী হবে এই নিয়ম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই সিদ্ধান্ত নিয়েছে কর্ণাটক রাজ্য পুলিশ। সে রাজ্যের ADG (ট্রাফিক ও পথ সুরক্ষা) অলোক কুমার সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি জানান, অতিরিক্ত গতিই রাজ্যে ৯০ শতাংশ মারাত্মক দুর্ঘটনার কারণ।
অলোক কুমার জানান, শুধু ২৫ জুলাই বেঙ্গালুরু-মাইসুরু হাইওয়েতে ১৩০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালিয়েছেন ১৫৫ জন।
তাঁর ব্যাখ্যা, ভারতীয় ন্যায় সংহিতার অধীনে ১২০ কিলোমিটারের উপরে গতি হলেই তা অনিয়ন্ত্রিত ও ভয়াবহ ড্রাইভিংয়ের নজির।
অত্যধিক গতির কারণে অনিয়ন্ত্রিত বেশ কিছু গাড়ি চালনার উদাহরণও দেন তিনি। কিছুদিন আগে Nandi Infrastructure Corridor Enterprise-এ ১৬০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানোয় তিনজনের মৃত্য়ু হয়।
২০২২ সালে কর্ণাটকে ৯০ শতাংশ দুর্ঘটনায় মৃত্যু গাড়ির অত্যধিক গতির কারণে ঘটে। পরে সুপ্রিম কোর্ট বিষয়টিতে নজর দিতে বলে। তারপরেই এই সিদ্ধান্ত সরকারের।
তবে শুধুমাত্র হাইওয়ে নয়, গোটা রাজ্যের সমস্ত রাস্তাতেই মানা হবে এই নিয়ম। স্পিড লেসার গান, অটোমেটিক নাম্বার প্লেট রেকগনিশন ক্যামেরার সাহায্যে রাতেও চালানো হবে নজরদারি।
অলোক কুমার জানান, গোটা দেশে জাতীয় সড়কগুলিতে সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ১০০ কিলোমিটার।
রাজ্য এবং অন্যান্য হাইওয়েতে সর্বোচ্চ গতি আরও কম। তবে এক্সপ্রেসওয়েগুলিতে এই গতির মাত্রা আরেকটু বেশি।
সর্বোচ্চ ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টায় গাড়ি চালানো যায় ওই রাস্তাগুলিতে। এবার থেকে গতিতে রাশ টানতে উদ্যোগী হবে কর্ণাটক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -