কন্যা রাশির জাতকজাতিকাদের সামনে বড় সুযোগ, কী বলছে আপনার রাশি?
1/12
নিজের মানসিক যোগ্যতার প্রমাণ রাখুন। কোনও বড় প্রজেক্টে আজ যুক্ত হতে পারেন। চাকরিজীবীরা প্রমোশন পেতে পারেন, সরকারি চাকুরেরা পেতে পারেন বিভাগীয় সম্মান। ব্যবসায়ী মহিলাদের আরও লাভ পেতে হলে কিছু বড় পদক্ষেপ করতে হবে। বড় বিনিয়োগের পাশাপাশি স্বরোজগারে জোর দিন। বিদ্যার্থীরা অঙ্কে বেশি জোর দিন।
2/12
আজ আত্মবিশ্বাস হারাবেন না। অকারণে চাপ নেবেন না। ব্যবসায়ীরা কর্মচারীদের সঙ্গে ভাল ব্যবহার করুন। স্বাস্থ্যের সমস্যা হতে পারে। স্বামী বা স্ত্রীর ওপর ভরসা রাখুন, মনে সন্দেহ বা আশঙ্কা রাখবেন না।
3/12
দিনটি শুরু করুন প্রসন্নতা ও আত্মবিশ্বাসের সঙ্গে। আর্থিক লোকসান হলে তার সমাধানও হবে। নিজের সম্পর্কগুলি নিয়ে ভাবনাচিন্তা করুন। কেউ অসন্তুষ্ট হলে নিজে এগিয়ে গিয়ে তাঁর রাগ ভাঙান। চাকরিজীবীদের অফিসে আরও পরিশ্রম করতে হবে। ব্যবসায়ীরা কাগজপত্র যত্ন করে রাখুন।
4/12
আজ মনে নেতিবাচক চিন্তার প্রভাব থাকবে। মন ভাল না থাকলেও পুরনো কথা ভেবে আত্মবিশ্বাসে দৃঢ় থাকুন। অফিসে উচ্চ পদাধিকারীদের সঙ্গে মতবিরোধ বা ঝগড়াঝাটি একেবারেই করবেন না। বরং তাঁদের দেওয়া দায়িত্ব পালন করে নিজেকে বসের কাছে গুরুত্বপূর্ণ করে তুলুন। মাইগ্রেনের রোগীরা সতর্ক হন, আচমকা মাথার যন্ত্রণা হতে পারে।
5/12
নিজের ওপর ভরসা রেখে সব কাজ শেষ করুন। অন্যের সঙ্গে তুলনা করবেন না। সরকারি কাজেও সাফল্য পাবেন। কর্মস্থলে অভিজ্ঞদের পরামর্শ মেনে চলুন। কোনও নতুন প্রজেক্টে আপনার পরামর্শ সকলের ভাল লাগবে। ব্যবসায়ে লাভ কমতে পারে।
6/12
মানসিক চাপ ও তাড়াহুড়ো স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। জীবনযাপন, খাওয়াদাওয়া সবেতে সংযম বজায় রাখুন। খাওয়া-শোওয়ায় অনিয়ম করবেন না। কর্মস্থলে আসা দায়িত্ব ঠিক সময়ে পালন করুন। নতুন ব্যবসা শুরু করার পক্ষে আজ অত্যন্ত শুভ দিন।
7/12
আজ নম্র আচরণ করুন। তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না। বিমা করতে হলে শর্ত আর নিয়মকানুন আগে ভাল করে বুঝে নিন। অফিসে নিয়ম মানুন, না হলে বস অসন্তুষ্ট হতে পারেন। খাওয়াদাওয়া নিয়ে সতর্ক থাকুন, শরীর খারাপ হতে পারে। স্বামী বা স্ত্রী ও বয়স্কদের শরীর নিয়ে সতর্ক থাকুন।
8/12
সাফল্য পেতে কড়া পরিশ্রম জরুরি। আলস্য থেকে নিজেকে দূরে রেখে লক্ষ্য হাসিল করতে পরিশ্রম করুন। আইটি পেশাদারদের পদোন্নতির জন্য আরও চেষ্টা করতে হবে। বিদ্যার্থীদের সাফল্য পেতে আরও ফোকাস করতে হবে, পড়াশোনাও করতে হবে বেশি। বাড়ি-জমি কেনার পরিকল্পনা করতে পারে।
9/12
কাজে মনযোগী হন, অন্যের কাছে সম্মান বাড়বে। অন্যের পরামর্শে গুরুত্ব দিন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আপনিই। কোনও কারণে চাকরি ছাড়তে হলেও পুরনো সম্পর্ক যেন খারাপ না হয়। যাঁরা নতুন ব্যবসায়ে নেমেছেন, তাঁরা ভাল অফার পেতে পারেন।
10/12
সংযম রাখুন, নিজের ওপর বিশ্বাস হারাবেন না। ছোটখাটো ঘটনায় বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। নিজের চরিত্র দিয়ে পরিস্থিতিকে অনুকূলে নিয়ে আসুন। যাঁরা সেলসের সঙ্গে যুক্ত আজ তাঁদের টার্গেট পূর্ণ হবে। ব্যবসায়ীদের গ্রাহকের প্রয়োজন আর সুযোগসুবিধের দিকে নজর রাখতে হবে।
11/12
কাজকর্মে শিথিলতা দেখাবেন না। উপার্জনের নতুন পথ খুঁজুন। চাকরিজীবীরা আর্থিক ব্যাপারে সতর্ক হক, না হলে পস্তাতে পারেন। ব্যবসায়ীদের পরিস্থিতি একটু জটিল। বেশি খাওয়াদাওয়া করবেন না, সম্ভব হলে রাতে উপোস করুন।
12/12
পরিশ্রমের পরেও মনমত ফল না পেলে নিরাশ হবেন না। শিল্পের সঙ্গে যুক্তদের পক্ষে ভাল দিন। ব্যবসায়ে কিছু সমস্যা হতে পারে। হাতের মুঠোয় থাকা লাভ ফসকে যেতে পারে। অম্বলের সমস্যা হতে পারে। বাড়িতে কোনও নির্মাণ করতে হলে আগে পরিবারের সম্মতি নিন।
Published at :