ব্যবসার কাজে বাবার থেকে সাহায্য চাইবেন না, বলছে মীন রাশি, কী বলছে আপনার ভাগ্য?
অফিস থেকে বাড়ি পর্যন্ত নিজের রাগের ওপর নিয়ন্ত্রণ রাখুন। শান্ত থাকলেই পরিস্থিতি অনুকূল থাকবে। সম্ভব হলে গোসেবা করুন। অফিসে বসের সঙ্গে সুসম্পর্ক রেখে কাজ করুন। স্বাস্থ্য সম্পর্কে সতর্ক হন। বেশি ঝাল-মশলা খাবেন না।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকর্মস্থলে পরিস্থিতি আপনার অনুকূল থাকবে। ব্যবসায়ীরা খাতাপত্র নিজের হাতে আপডেট রাখুন। স্বাস্থ্য ঠিক থাকবে। বাড়ির সদস্যদের মুড খারাপ হলে পরিবেশ প্রতিকূল থাকবে। সকলের সঙ্গে মিশে ভজন-কীর্তন শুনলে পরিবেশ একটু ভাল হতে পারে।
আজকের দিনটা সংযমে কাটান। মন আলস্য ও বিলাসিতার দিকে যেতে পারে। চাকরিক্ষেত্রে সাফল্য পাবেন, বস ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আপনার ওপর ভরসা বাড়বে। বড় ব্যবসায়ীদের ছোটখাটো বিষয়ে মাথা ঘামানোর দরকার নেই। আচমকা পেটে ব্যথা হত পারে। আর্থিক সঙ্কটে পড়তে পারেন।
আজ ভাগ্য পুরোপুরি সঙ্গ দেবে। সম্পত্তিতে বিনিয়োগ করুন, ভবিষ্যতে ভাল লাভ পাবেন। চাকরি সংক্রান্ত কোনও মামলা চললে আজ ফল আপনার পক্ষে আসতে পারে। লোহার ব্যবসায়ীদের ভাল সময় যাচ্ছে। হিসেবনিকেশে একটু সতর্ক থাকুন।
আজ ভাগ্য ও গ্রহের দশা বুঝে কম ঝুঁকিপূর্ণ পদক্ষেপ করুন। বসের দেওয়া কাজে অবহেলা করবেন না। রাগের মাথায় কাউকে খারাপ কিছু বলবেন না। স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত থাকলে অনেকে সাহায্য চাইতে পারেন। ব্যবসা শুরু করতে চাইলে বাবার কাছ থেকে এখনই সাহায্য চাইবেন না, কিছুদিন অপেক্ষা করুন।
দায়িত্ব থেকে পালানোর চেষ্টা করবেন না, নিজে এগিয়ে আসুন। কোনও কারণে ছুটি পেলে পড়াশোনায় জোর দিন। শিক্ষাক্ষেত্রে যুক্ত থাকলে অবসর পাবেন। যদি সেলসের সঙ্গে যুক্ত হন, টার্গেট সেট করুন। যুবকযুবতীরা প্রযুক্তি সম্পর্কে আপডেটেড থাকুন। বিনিয়োগ করতে হলে জমি-বাড়ি বা দোকানঘরে করুন।
পরিস্থিতি অনুকূলে আনতে আজ পরিশ্রম করুন। কাজের সময়ে একটু সাবধান থাকতে হবে। কোথাও চাকরির জন্য আবেদন করলে সুখবর আসতে পারে। নতুন ব্যবসা করতে হলে একটু সাবধান থাকুন। অভিজ্ঞদের পরামর্শ নিন। শিক্ষার্থীরা পড়াশোনায় মন বসাতে না পারলে লক্ষ্যে পৌঁছতে পারবেন না।
গ্রহের স্থিতি আপনার মানসিক চাপ কমাতে পারে। চাকরিজীবীরা আত্মবিশ্বাস হারাবেন না, সময়ে কাজে লাগবে। ব্যবসায়ীরা সতর্কতার সঙ্গে কাজ করুন। কোনও সরকারি আধিকারিকের সঙ্গে বিবাদ হতে পারে, মাথা ঠান্ডা রাখুন। শারীরিক অসুস্থতা হতে পারে, অবহেলা করবেন না।
যাঁদের ওপর ভরসা করছেন, হতে পারে, আজ তাঁরা নিজেদের কাজে ব্যস্ত থেকে আপনাকে সাহায্য করতে পারলেন না। অফিসে পুরো দায়িত্ব নিয়ে কাজ করুন, অন্যের কাজের দায়িত্বও আপনার ঘাড়ে পড়তে পারে। সোনা-রুপোর ব্যবসায়ীরা সতর্ক থাকুন, ছোট্ট ভুলও বড় লোকসান হতে পারে। যুবকযুবতীরা বিকল্প কেরিয়ারের সন্ধান করুন।
চাকরিই হোক বা কেরিয়ার- সম্পূর্ণ চেষ্টা করুন, সাফল্য পাবেন। আজ আপনার সব চেষ্টা আপনাকে লক্ষ্যে পৌঁছে দেবে। অফিসে বোঝাপড়া বাড়ান, উন্নতি হবে। কাঠের কারবারীরা ভাল লাভ করবেন। মহিলাদের নিজেদের আচরণের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে।
খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। অপরিচিত বা অভিজ্ঞতাহীন ব্যক্তির সঙ্গে কাজ করে সমস্যায় পড়তে পারেন। কাজকর্মে বেশি অংশগ্রহণ করুন। অফিসে কোনও ভুল বা অবহেলা সঙ্কট বাড়াতে পারে। বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে।
সমাজে নিজের ভাবমূর্তির ওপর গুরুত্ব দিন। সরকারি চাকুরে বা ব্যাঙ্কারদের পক্ষে শুভদিন, প্রমোশন হতে পারে। শিক্ষার্থীদের পড়াশোনায় সঙ্কট হতে পারে, কেরিয়ার নিয়ে সতর্ক হোন। পরিবারের মধ্যে অশান্তির আশঙ্কা আছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -