বৃষ রাশির জাতকজাতিকারা এখনই চাকরি ছাড়বেন না, কী বলছে আপনার ভাগ্য?

1/12
আজ কিছু চমকে দেওয়া ঘটনা ঘটতে পারে। ধার নেওয়ার কথা ভাবলে কিছুদিন অপেক্ষা করুন। অফিসে সহকর্মীরা আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন। অংশীদারিত্বের কাজে লাভ হবে, নতুন ডিলও হতে পারে। পুরনো অসুখ আবার হতে পারে। পুরনো বন্ধু বা আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে।
2/12
3/12
আজ চাপমুক্ত হয়ে কাজ করুন। কাজের বোঝার কারণে ক্লান্তি হতে পারে। ব্যবসায়ীরা লাভবান হবেন। কাউকে দেওয়া ধার আজ ফেরত পেতে পারেন। কেরিয়ারে ফোকাস করুন। দাঁতে ব্যথা হতে পারে। খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করুন।
4/12
আজ অর্ধেক দিন পরিস্থিতি জটিল থাকবে। কাজে ব্যস্ততা বাড়বে, নিজেকে মানসিকভাবে তৈরি করুন। কঠোর পরিশ্রমের জেরে অফিসে সম্মান পাবেন। কাপড়ের ব্যবসায়ীরা ভাল লাভ করবেন। কেরিয়ার বা উচ্চ শিক্ষার জন্য বাইরে যেতে হতে পারে।
5/12
সম্পূর্ণ প্রস্তুত হয়ে বিরোধীদের মুখোমুখি হন। মোবাইল সংস্থার কর্মীদের উন্নতির সম্ভাবনা। কাপড়ের ব্যবসায়ীদের নতুন জিনিসপত্র কেনার ঠিক সময়। যাঁর সরকারি কাজ আটকে রয়েছে, তাঁকে আরও চেষ্টা করতে হবে। শরীরের দিকে নজর রাখুন।
6/12
আজ অকারণে চাপের মুখে পড়তে পারেন। আগে থেকে ভেবে রাখা কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। ধৈর্য রেখে ভবিষ্যতের ওপর ছেড়ে দিন। ব্যবসায়ীদের বাকি থাকা সরকারি কাজ আজ সম্পূর্ণ হবে। মাথার যন্ত্রণা হতে পারে।
7/12
বাকপটুত্ব দিয়ে মানুষকে নিজের পক্ষে টেনে আনুন। মার্কেটিংয়ের সঙ্গে যুক্তদের উন্নতির সম্ভাবনা। ব্যবসা ও কেরিয়ারের ক্ষেত্রে পুরনো কোনও বন্ধুর সাহায্য পাবেন। বড় বিনিয়োগের পক্ষে উপযুক্ত দিন। অবিবাহিতদের বিয়ের কথা হওয়ার সম্ভাবনা।
8/12
9/12
যত বেশি সম্ভব লোকের সঙ্গে সম্পর্ক তৈরি করুন, লাভ হবে। ব্যবসায়ীরাও সম্পর্ক বাড়ানোর চেষ্টা করুন, বিরাট লাভবান হবেন। মেশিনে কোনও কাজ করতে হলে হাতের নিরাপত্তার দিকে নজর রাখুন, চোট লাগতে পারে। ঘরের দামি জিনিসপত্রের নিরাপত্তায় নজর রাখুন।
10/12
11/12
12/12
আজ ভাগ্য ভাল থাকবে। মন আলস্য ও বিলাসিতার দিকে ঢলতে পারে। চাকরিক্ষেত্রে আজ ভাল করবেন, বস খুশি থাকবেন। হিসেবনিকেশ ভালভাবে করুন। আর্থিক সঙ্কট দেখা দিতে পারে।
Sponsored Links by Taboola