অ্যালার্জি সংক্রান্ত সমস্যা, বলছে মিথুন রাশি, দেখে নিন কী বলছে আপনার ভাগ্য

1/12
নিজের সংস্কারের ওপর কোনও রকম চাপ আসতে দেবেন না। কর্মস্থলে সিনিয়র থেকে মহিলা কর্মী- সকলের সঙ্গে সুসম্পর্ক রাখুন। বসের কোনও কথা যদি পছন্দ নাও হয়, অসন্তোষ প্রকাশ করবেন না। ব্যবসার জিনিসপত্র ঠিক সময়ে না এসে পৌঁছনোয় চাপ বাড়তে পারে।
2/12
অত্যধিক আশা আজ দুঃখের কারণ হতে পারে। আত্মনির্ভর হওয়ার চেষ্টা করুন। চাকরির কাজে বাইরে যেতে হতে পারে। তখন কাজকর্মের সঙ্গে যুক্ত কাগজপত্র সঙ্গে রাখতে ভুলবেন না, না হলে আর্থিক ক্ষতি হতে পারে। ডেটা সিকিউরিটি নিয়েও সতর্ক থাকুন।
3/12
গোটা দিন পজিটিভ থাকুন। অফিসে বড় প্রজেক্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পেতে পারেন। নিজের দিক থেকে কোনও অবহেলা বা অনিচ্ছা প্রকাশ করবেন না। কোনও কাজে ভুলের কোনও সুযোগ রাখবেন না, অফিসে পুরো সময় দিন, বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো করবেন না।
4/12
আলস্য থেকে সম্পূর্ণ দূরে থাকুন। আত্মবিশ্বাস নিয়ে কাজ করুন, ঠিক সময়ে কাজ শেষ করুন। আর্থিক কাজকর্মে যুক্ত লোকেদের লাভ হবে, আগামী দিনগুলির জন্যও পরিকল্পনা করুন। বেশি তেল-ঝাল-মশলা দেওয়া খাবার খাবেন না।
5/12
আজ কাজকর্মে বেশি মনযোগী হন। অফিসে কাজে অবহেলা দেখানে বসের ধমক খেতে হতে পারে। বিরোধীরা ছোট করার চেষ্টা করবে। কেমিস্টরা মামলায় ফাঁসতে পারেন তাই কোনও বেআইনি কাজ করবেন না। ইলেকট্রনিক্সের কাজ করা লোকেরা আর্থিক দিক থেকে লাভবান হবেন।
6/12
আলস্য দূরে রেখে নিজেকে সেরা প্রমাণ করুন। কাজে নৈপুণ্য দেখান। অফিসে কাজকর্মের জন্য বেশি সময় দিতে হতে পারে। মিষ্টি বা রেস্তোঁরা ব্যবসায়ীদের ব্যবসার প্রচার-প্রসারে বেশি সময় দেওয়া জরুরি। যুবক যুবতীদের ঝগড়াঝাঁটি এড়ানোর চেষ্টা করতে হবে।
7/12
সামাজিক সম্পর্ক বৃদ্ধির দিকে জোর দিন, উপকৃত হবেন। অফিসে সিনিয়র যদি মহিলা হন, তাঁর সঙ্গে বোঝাপড়া বাড়ান। প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর চেষ্টা করুন, অফিসে কাজ ভাল করবেন। চারপাশে কী ঘটনা ঘটছে সে ব্যাপারে খোঁজখবর রাখুন।
8/12
মানসিক দিক থেকে নিজেকে শক্ত রাখুন, টেনশন করবেন না। ব্যাবসা হোক বা সংসার- বড়দের সাহায্যে উপকৃত হবেন। অ্যালার্জি সংক্রান্ত অস্বস্তি নিয়ে সতর্ক থাকুন। সমস্যা বাড়লে চিকিৎসকের সাহায্য নিন। বড়দের স্বাস্থ্য খারাপ হতে পারে।
9/12
আজ কাজকর্মের ব্যাপারে বিশ্বাসযোগ্যতা বাড়ান, দায়িত্ব নিতে শিখুন। অভিজ্ঞতা প্রয়োগ করে এগিয়ে যান, অবহেলা পরিস্থিতি বিগড়ে দিতে পারে। পুলিশ ও সেনায় কর্মরতদের পক্ষে ভাল দিন। পার্টনারশিপে ব্যবসা করলে অংশীদারের সঙ্গে মনোমালিন্য হতে পারে।
10/12
আজকের দিনটায় প্রচুর ব্যস্ততা আর কাজের চাপ থাকবে। নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন, আধ্যাত্মিকতার সাহায্য নেওয়াও ভাল পন্থা। ব্যবসায়ীদের গ্রাহকদের অসন্তোষের ব্যাপারে খেয়াল রাখতে হবে। ছাত্রছাত্রীরা শিক্ষকদের সঙ্গে সম্পর্ক ভাল রাখুন, তাঁর অভিজ্ঞতায় উপকৃত হবেন। কেরিয়ার ও লেখাপড়ার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন।
11/12
আজকের দিনটা আনন্দে কাটবে। কোথাও বেড়ানোর প্ল্যান করলে অবশ্যই যাবেন। অফিসের বিরোধীরা আপনার খামতি কর্তৃপক্ষের কাছে বাড়িয়ে বলে সমস্যা বাড়ানোর চেষ্টা করতে পারে। ব্যবসায়ীরা গ্রাহকদের পছন্দ অপছন্দের কথা মাথায় রেখে জিনিসপত্র স্টক করুন।
12/12
পুরনো সঙ্কটের আজ সমাধান হতে পারে। অফিসে কাজকর্মে ফোকাস কমতে দেবেন না। ব্যাঙ্কিং সেক্টরে কর্মরতদের প্রমোশন হতে পারে। অটোমোবাইলে কর্মরতরা টাকাপয়সার লেনদেন সাবধানে করুন, লোকসানের আশঙ্কা।
Sponsored Links by Taboola