Ratan Tata Quotes: 'ঝুঁকি না নেওয়াই জীবনের সবচেয়ে বড় ঝুঁকি', বিশ্বাস করতেন নিজে, একনজরে রতন টাটার জীবনদর্শন...
রাজনীতিতে নাম লেখাতে হয়নি। ভোট চাইতে যেতে হয়নি দরজায় দরজায়। কিন্তু সকলের অগোচরেই অভিভাবক হয়ে উঠেছিলেন। রতন টাটার প্রয়াণে তাই শোকের ছায়া গোটা দেশে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু পৃথিবী থেকে বিদায় নিলেও, দেশের কোটি কোটি মানুষের মনে রয়ে যাবেন রতন টাটা। তাঁর জীবনদর্শন পথ দেখাতে পারে আগামী প্রজন্মকে। তাঁর কিছু উক্তি এব্যাপারে সহায়ক হতে পারে।
লোহাকে কেউ ধ্বংস করতে পারে না, কিন্তু নিজে মরচে ধরে নষ্ট হয়ে যায়। একই ভাবে অন্য কেউ নন, ব্যক্তি বিশেষকে ধ্বংস করতে পারে তাঁর মানসিকতা।
কঠিন পরিস্থিতিতেও অবিচল থাকুন, প্রাণচঞ্চল থাকুন। কারণ সাফল্যের ভিত্তি তৈরি করে এগুলিই।
ক্ষমতা এবং সম্পত্তি আমার জীবনের প্রধান দুই স্তম্ভ নয়।
ঝুঁকি না নেওয়াই জীবনের সবচেয়ে বড় ঝুঁকি। দ্রুত পরিবর্তনশীল এই পৃথিবীতে ব্যর্থতার একমাত্র গ্যারান্টি হল, ঝুঁকি না নেওয়া।
নেতা হিসেবে তাঁরাই শ্রেষ্ঠ, যাঁরা নিজের চেয়ে বুদ্ধিমান সহকারী এবং সহযোগীদের দ্বারা পরিবৃত থাকতে আগ্রহী।
অন্যের সঙ্গে কথা বলার সময় দয়া, সহানুভূতি এবং অনুকম্পার শক্তিকে কখনও খাটো করবেন না।
নেতৃত্বদানের অর্থ হল দায়িত্ব স্বীকার করা, অজুহাত খাড়া করা নয়।
সুযোগের অপেক্ষা করবেন না। নিজে নিজের জন্য সুযোগ তৈরি করুন।
দ্রুত হাঁটতে চাইলে একা হাঁটুন। কিন্তু অনেকটা পথ পেরোতে চাইলে একসঙ্গে হাঁটুন।
কাজ এবং জীবনের মধ্যে ভারসাম্য রাখায় বিশ্বাসী নই আমি। আমার বিশ্বাস, কাজ এবং জীবনের একত্রীকরণ। নিজের কাজ এবং জীবনকে এতটাই অর্থবহ এবং পরিপূর্ণ করে তুলুন, যাতে পরস্পরের পরিপূরক হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -