Ratha Yatra 2024: অর্ধশতক পরে বিশেষ তিথিতে রথযাত্রা! বিকেলে রথের রশিতে টান! তার আগে কেমন দেখতে লাগছে রথ?
৩টি রথের সাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। আলাদা আলাদা রঙের সাজে সেজে উঠেছে জগন্নাথ দেব, ভগবান বলরাম ও দেবী সুভদ্রার রথ। তিনটি রথের বাইরের অংশে, ঘোড়া ও অন্য অংশের সাজানো সম্পূর্ণ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরথযাত্রার আগে যাবতীয় প্রস্তুতি চরমে। বিধি মেনে সব কাজ এগোচ্ছে। মন্দিরের সামনে রাখা রয়েছে রথ।
বার্ষিক রথযাত্রার আগে নিয়ম মেনেই হয়েছে চন্দনযাত্রা, স্নান যাত্রা। সেই অনুষ্ঠানেও সারা দেশ থেকে ভক্ত সমাগম হয়েছিল পুরীতে।
রথযাত্রা হিন্দুদের কাছে অন্যতম বড় পবিত্র এবং প্রধান উৎসব। রথযাত্রা ঘিরে একাধিক বিশ্বাস ও প্রথা রয়েছে। পুরীর রথযাত্রা সবসময়েই বিশেষ আকর্ষণ। এই সময় সারা দেশ থেকে, এমনকী বিদেশ থেকেও ভক্ত ও উৎসাহীরা ভিড় জমান এখানে
রথযাত্রা উপলক্ষে কড়া নিরাপত্তা স্তর তৈরি হয়েছে পুরী-সহ গোটা ওড়িশায়। যাতাযাতের সুবিধার জন্য একাধিক পদক্ষেপ করা হচ্ছে। হাসপাতালের বিশেষ ব্যবস্থাও করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ২০ জুন তাঁর জন্মদিনে নয়াদিল্লির জগন্নাথ মন্দিরে প্রার্থনা করেছিলেন৷ রাষ্ট্রপতি পুরীতে এবারের রথযাত্রায় অংশ নেবেন৷
৫৩ পছর পর এ বছর ফের একই দিনে নবযৌবন বেশ, নেত্র উৎসব ও রথযাত্রা। এ বার ২দিন ধরে রথযাত্রা উৎসব হবে। রবিবার বিকেলে টান পড়বে রথের রশিতে। কিছুটা এগিয়ে থেমে যাবে যাত্রা। সোমবার ফের রথযাত্রা হবে।
রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে পুরী। শুরু হয়েছে ভক্তদের সমাগম। প্রত্য়েক বছর রথযাত্রার আগের দিন নবযৌবন বেশ ও নেত্র উৎসব অনুষ্ঠিত হয়। তিথি অনুয়ায়ী এ বছর একই দিনে পড়েছে নবযৌবন বেশ, নেত্র উৎসব এবং রথযাত্রা। এর আগে ১৯৭১ সালে এমন ঘটনা ঘটেছিল।
শাস্ত্রীয় রীতি অনুয়ায়ী, স্নান যাত্রার পরদিন প্রভু জগন্নাথ, বলরাম ও সুভ্রদার জ্বর আসে। তাঁদের আলাদা ঘরে রাখা হয়। জ্বর থেকে সেরে ওঠার পর বিগ্রহের রূপটানের অনুষ্ঠান আয়োজিত হয়। এই অনুষ্ঠানকে বলে নবযৌবন বেশ ও নেত্র উৎসব। সাধারণত এই উৎসবের পরের দিন রথযাত্রার তিথি পড়ে।
কিন্তু, এ বছর একইদিনে নবযৌবন বেশ, নেত্র উৎসব ও রথযাত্রা পড়েছে। ফলে রবিবার বিকেলে রথের রশিতে টান পড়বে। কিছুটা এগিয়ে এদিন থেমে যাবে রথযাত্রা। সোমবার ফের মাসির বাড়ির দিকে যাবে জগন্নাথ, বলরাম ও সুভ্রদার রথ।
সোমবারও রথের অনুষ্ঠান হওয়ায়, ওইদিনও ছুটি ঘোষণা করেছে ওড়িশা সরকার। উৎসবে যোগ দিতে বিপুল ভিড় পুরীর জগন্নাথধামে। সব ছবি: (X@SJTA_Puri)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -