New Rs 100 note: ছিঁড়বে না, জলে নষ্ট হবে না; বার্নিশ কোটিংসহ নতুন ১০০ টাকার নোট আনছে আরবিআই
নতুন করে ১০০ টাকার নোটের জোগান দেবে না রিজার্ভ ব্যাঙ্ক। ২০২১-'২২ অর্থবর্ষে নতুন ১০০ টাকার নোট ছাপাবে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ২৬ মে নিজেদের বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে আরবিআই। সেখানেই উঠে এসেছে এই তথ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজানা গিয়েছে, নতুন ১০০ টাকার নোটটি দেখতে পুরেনো নোটের মতো হলেও এই নোট হবে আরও মজবুত, চকচকে। ছিঁড়বে না, জলে ভিজে নষ্টও হয়ে যাবে ৷ জানানো হয়েছে, প্রায় ১ কোটি ১০০ টাকার নতুন নোট ছাপতে চলেছে আরবিআই ৷ এই নোটেও থাকবে গান্ধীর ছবি। তবে আরও অনেক বেশি টেকসই হবে।
ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে এই ধরনের নোট বাজারে ছাড়া হয়েছে। প্রথমে ট্রায়াল দেওয়া হবে। ফিল্ড ট্রায়াল সফল হওয়ার পরই সর্বসাধারণের জন্য বাজারে আনা হবে এই নোট ৷ এবং এরপর পুরনো নোটগুলি ধীরে ধীরে তুলে নেওয়া হবে ৷ রিজার্ভ ব্যাঙ্কের তরফে তাদের বার্ষিক রিপোর্টে এই বিষয়ে জানানো হয়েছে ৷
বাজারে এখন যে ১০০ টাকার নোট রয়েছে সেটি আড়াই থেকে সাড়ে ৩ বছর পর্যন্ত চলে ৷ নতুন নোটটি প্রায় ৭ বছর পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে৷ RBI তার বাৎসরিক রিপোর্টে জানিয়েছে, আপতত ১০০ কোটি নতুন একশো টাকার নোট ছাপা হচ্ছে। শক্ত করার জন্য এটির উপরে একটি বার্নিশ কোটিং করা হচ্ছে।
২৬ মে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার বার্ষিক রিপোর্টে জানানো হয়েছে শুধু ১০০ টাকার নোটই নয়, নতুন করে ২০০০ টাকার নোটের জোগান দেবে না রিজার্ভ ব্যাঙ্ক। কেন্দ্রীয় ব্যাঙ্কের বাৎসরিক রিপোর্টে বলা হয়েছে, আগের থেকে পেপার ক্যাশের জোগান সামান্য কমেছে বাজারে।
২০২১ সালের অর্থবর্ষে এই পেপার ক্যাশের পরিমাণ কমেছে ০.৩ শতাংশ। আগের বছরে যা ছিল ২,২৩,৮৭৫ লক্ষ পিস। উল্লেখ্য, সব ব্যাঙ্ক নোটের সার্কুলেশনের ভিত্তিতে সবার ওপরে রয়েছে ৫০০টাকা। যা একাই ব্যাঙ্ক নোট সার্কুলেশনের ৩১.১ শতাংশ। কয়েক বছরে ধরেই নোটবন্দির সর্বাধিক মুদ্রা নতুন করে জোগান দেয়নি রিজার্ভ ব্যাঙ্ক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -