Republic Day 2022 India: হিলিয়াম গ্যাস চেম্বারে সংরক্ষিত ভারতের আসল সংবিধান, কেন?
২৬ জানুয়ারি দিনটি ভারতে প্রজাতন্ত্র দিবসে পালিত হয়। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে ভারতে কার্যকর হয় সংবিধান। এই সংবিধানে সরকারের গঠন, কার্যপদ্ধতি, ক্ষমতা ও কর্তব্য নির্ধারণ; মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি, এবং নাগরিকদের কর্তব্য নির্ধারণের মাধ্যমে দেশের মৌলিক রাজনৈতিক আদর্শের রূপরেখাটি নির্দিষ্ট করা হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাই এর গুরুত্ব অপরিসীম। শুধু তাই নয়, বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান এটিই। জানা যায় এই সংবিধান রচনা করতে সময় লেগেছিল প্রায় তিন বছর।এই সংবিধানের ক্যালিগ্রাফ করেছিলেন সে সময়ের বিখ্যাত ক্যালিগ্রাফার প্রেম বিহারী নারাইন রাইজাদা। সংবিধানের প্রচ্ছদ ও অলঙ্করণ তৈরি করেন শিল্পী নন্দলাল বসু।
তাই এই সংবিধানকে রক্ষা করা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু মূল সংবিধানটি কাগজ ও কালিতে লেখা, তাই নষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল। গোটা সংবিধানে রয়েছে নিখুঁত কারুকাজ। যা সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হতে শুরু করতে পারে, এই ভাবনা থেকেই সংরক্ষণের চিন্তা আসে।
প্রাথমিকভাবে ফ্ল্যানেল (এক ধরণের নরম বোনা ফ্যাব্রিক, সাধারণত পশম বা সুতির তৈরি ) কাপড়ে মুড়ে রাখা হয়েছিল। কিন্তু যদি জরাজীর্ণ হয়ে পড়ে কাগজগুলি সেক্ষেত্রে ফিকে হতে শুরু করতে পারে লেখা, এমনই আশঙ্কা ছিল।
এরপর তাই ১৯৫০ সালে হিলিয়াম ভরা একটি চেম্বারে এটি সংরক্ষণ করা হয়। কেন প্রশ্ন উঠতেই পারে, হিলিয়াম গ্যাস কেন? কী বিশেষত্ব রয়েছে এর?
হিলিয়াম একটি বর্ণহীন, গন্ধহীন এবং স্বাদহীন নিষ্ক্রিয় গ্যাস। যা হাইড্রোজেনের থেকেও হালকা। যা অ-প্রতিক্রিয়াশীল। হিলিয়াম অদাহ্য, রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। তাই এই গ্যাস চেম্বারে থাকলে একেবারে সুরক্ষিত থাকতে পারে সংবিধান, এমনটাই ভাবনা।
যেহেতু এর মধ্যে থাকলে কোনও জৈব এবং অজৈব ক্রিয়া ঘটার সম্ভাবনা কম তাই সংবিধানের অনুলিপি ও ব্যবহৃত কালিও নষ্ট হওয়ার সম্ভাবনা কম। বর্তমানে সংসদের গ্রন্থাগারে রাখা হয়েছে। চব্বিশ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয় এই সংবিধানকে। বেশ কিছু মাস পর পর পরীক্ষাও চলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -