Rohit Sharma: জয়ের সেঞ্চুরি হাঁকানোর সুযোগ রোহিতের! আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক ম্যাচ জিতেছেন কে?

২০২২ সালের বিশ্বকাপ সেমিফাইনালে শেষবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছিলেন রোহিত শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে হারের পর অবশেষে 'বনবাস' কাটিয়ে ফিরতে চলেছেন রোহিত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
আফগানিস্তানের বিরুদ্ধে মোহালিতেই ঘটছে তাঁর প্রত্যাবর্তন। আর এই ম্যাচেই অনন্য সেঞ্চুরি হাঁকানোর হাতছানি রোহিতের সামনে। এই ম্যাচে ভারত জয় পেলেই প্রথম ক্রিকেটার হিসাবে ১০০টি বিশ ওভারের আন্তর্জাতিক ম্যাচ জয়ের নজির গড়়বেন রোহিত।

টি-টোয়েন্টির ইতিহাসে সর্বাধিক ম্যাচ জয়ী ক্রিকেটারদের তালিকায় কিন্তু ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের বাড়বাড়ন্ত।
প্রাক্তন পাকিস্তান অধিনায়ক শোয়েব মালিকের দখলে দ্বিতীয় সর্বাধিক ৮৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ জয়ের কৃতিত্ব রয়েছে।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আরেক ভারতীয় বিরাট কোহলি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক রানসংগ্রাহক কোহলি।
১১৫টি ম্যাচ খেলে বিরাট কোহলি ৭৩টিতে জয় পেয়েছেন।
চতুর্থ স্থানে আবার এক পাকিস্তানি ক্রিকেটার মহম্মদ হাফিজ।
প্রাক্তন পাক তারকা অলরাউন্ডার ১১৯ ম্যাচের ৭০টিতে জয় পেয়েছেন।
পঞ্চম স্থানে ভারত-পাকিস্তানের কেউ না থাকলেও, যে রয়েছেন, তিনিও এক এশিয়ান। তিনি মহম্মদ নবি।
১১২টি ম্যাচ খেলে আফগান তারকাও ৭০টি ম্যাচ জিতেছেন। রোহিতের মতো তাঁকেও কিন্তু মোহালিতে খেলতে দেখা যাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -