জায়রা ওয়াসিমের পর আর এক অভিনেত্রী, ইসলামের ‘টানে’ বলিউড ছাড়লেন সানা খান
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসবাইকে অনুরোধ, আমার জন্য প্রার্থনা করুন। আর ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য দয়া করে আমায় জোর করবেন না। সানা লিখেছেন।
তাই আমি আজ শোবিজ ছেড়ে দেওয়ার কথা জানালাম। সৃষ্টিকর্তার পথ ধরে এগোব এবার থেকে।
সানা লিখেছেন, শুধু খ্যাতি আর অর্থের পিছনে ছুটবেন না। পাপের এই জীবন ছাড়ুন। মানবতার সেবা করুন, সৃষ্টিকর্তার ঠিক করে দেওয়া পথ ধরুন।
তাঁর বক্তব্য, তাঁর ধর্ম তাঁকে শিখিয়েছে, জাগতিক এই জীবনের আসল উদ্দেশ্য মৃত্যুর পরের জীবনকে সুখকর করে তোলা। তাই সৃষ্টিকর্তার নির্দেশমত জীবন কাটানো জরুরি।
যারা অসহায়, তাদের পাশে দাঁড়ানো কি আমাদের কর্তব্য নয়?
অনুরাগীরা আমাকে ভালবাসা, সম্মান ও অর্থ দিয়েছেন। আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু কিছুদিন ধরে ভাবছি, জীবনের অর্থ কি শুধু নাম আর অর্থ কামানো?
ইনস্টাগ্রামে বড় একটি পোস্ট করেছেন সানা। লিখেছেন, আমার জীবনের বড় এক মোড়ে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। বহু বছর এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাটালাম।
বিগ বস খ্যাত সানা খান বলিউড ছেড়ে দিলেন। তাঁর দাবি, ইসলামের প্রতি আকর্ষণ বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -