Saraswati Puja 2021 Photos: সরস্বতী পুজোয় বৃষ্টির ভ্রুকুটি! কী বলছে পূর্বাভাস?
মাঘ মাসের শুক্লা পঞ্চমী ৷ ঝলমলে মিঠে রোদ্দুর ৷ তার সঙ্গে হাল্কা শীতের আমেজ ৷ তারই মাঝে ঘরে ঘরে বাগদেবীর আরাধনা ৷
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু গত দুবছর ধরে, সরস্বতী পুজোয় বদলে যাচ্ছে চেনা ছবিটা। কারণ, বৃষ্টির চোখরাঙানি!
আগামিকাল, মঙ্গলবার সরস্বতী পুজো। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এই দিন বজ্রবিদ্যুত্ সহ হাল্কা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে।
মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঝাড়খণ্ড ও ওড়িশা সংলগ্ন সবকটি জেলাতেই বৃষ্টি হতে পারে।
আগামী ৩ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। গতবছর ও তার আগের বছরও সরস্বতী পুজোর দিন আকাশের মুখভার ছিল। কোথাও কোথাও কয়েক পশলা বৃষ্টি হয়। এবছরও সেই বৃষ্টির ভ্রুকুটি।
ইতিমধ্যেই বঙ্গ থেকে বিদায়ের পথে শীত। আজ, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। লেখা- সঞ্চয়ন মিত্র
- - - - - - - - - Advertisement - - - - - - - - -