SBI Pensioners Update : যেতে হবে না ব্যাঙ্কে, ভিডিয়ো কলেই জমা দিন Life Certificate

Continues below advertisement

ঘরে বসেই জীবন প্রমাণপত্র দিতে পারবেন ভিডিয়ো কলে।

Continues below advertisement
1/7
ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন নেই। বাড়িতে বসেই জমা দিতে পারবেন লাইফ সার্টিফিকেট (Life Certificate)। সম্প্রতি পেনশনারদের সুবিধায় নতুন উদ্যোগ নিল স্টেট্ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। ১ নভেম্বর থেকে ভিডিয়ো কলেই জীবন প্রমাণ পত্র (Jivan Praman Patra) জমা দেওয়া যাচ্ছে।।
ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন নেই। বাড়িতে বসেই জমা দিতে পারবেন লাইফ সার্টিফিকেট (Life Certificate)। সম্প্রতি পেনশনারদের সুবিধায় নতুন উদ্যোগ নিল স্টেট্ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। ১ নভেম্বর থেকে ভিডিয়ো কলেই জীবন প্রমাণ পত্র (Jivan Praman Patra) জমা দেওয়া যাচ্ছে।।
2/7
সম্প্রতি ট্যুইট করে গ্রাহকদের উদ্দেশে এই বার্তা দিয়েছে দেশের বৃহত্তম ব্যাঙ্ক। কোম্পানির তরফে জানানো হয়েছে, সহজ ভিডিয়ো কলের মাধ্যমেই এবার থেকে নিজের লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন পেনশনাররা।এ ভিডিয়ো লাইফ সার্টিফিকেট জমা দিতে পেনশনারদের এক মিনিটের ভিডিয়ো জমা দিতে হবে ব্যাঙ্কের কাছে।
3/7
বেঁচে থাকার প্রমাণ হিসাবে প্রতি বছরই এই শংসাপত্র জমা দিতে হয় পেনশন হোল্ডারদের। ৩০ নভেম্বরের মধ্যে এই লাইফ সার্টিফিকেট জমার নিয়ম রয়েছে সরকারের। ইতিমধ্যেই Jeevan Pramaan Patra জমা দেওয়ার সুযোগ করে দিয়েছে সরকার। ১ অক্টোবর থেকে ৮০ ঊর্ধ্বের ব্যক্তিদের এই লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ১ নভেম্বর থেকে অনূর্ধ্ব ৮০-র ব্যক্তিদের এই সুযোগ করে দিয়েছে সরকার।
4/7
প্রত্যেক পেনশন হোল্ডারের ক্ষেত্রে জীবন প্রমাণপত্র একটা গুরুত্বপূর্ণ নথি। পেনশন হোল্ডাররা বেঁচে আছেন কিনা জানতেই প্রতি বছর এই প্রামাণ্য নথি জমা করতে হয় সরকারের ঘরে। পেনশন ডিস্ট্রিবিউটর এজেন্সি, ব্যাঙ্ক বা পোস্ট অফিসের কাছে এই লাইফ সার্টিফিকেট জমা করতে হয়। যা থেকে প্রমাণিত হয়, মরে যাওয়ার পর কোনও ব্যক্তিকে পেনশন দেওয়া হচ্ছে কি না।
5/7
SBI Pensioners Update: কীভাবে জমা দেবেন ভিডিয়ো লাইফ সার্টিফিকেট ? ১) প্রথমে SBI Pension Seva Portal-এ যান। ২) এখানে 'VideoLC'অপশনে ক্লিক করে ভিডিয়ো লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ব্যবস্থা করুন। ৩) এবার SBI Pension Account Number দিয়ে লগ ইন করুন। আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে।
Continues below advertisement
6/7
৪) এই পর্বে Terms & Conditions পড়ে 'Start Journey'-তে ক্লিক করুন। ৫) আগে থেকেই নিজের PAN Card কাছে রাখুন। এবার 'I am Ready'-তে ক্লিক করুন। ৬) এখানে ভিডিয়ো কল শুরু করার অনুমতি দিন। ব্যাঙ্কের প্রতিনিধিকে পাওয়া গেলেই শুরু হয়ে যাবে ভিডিয়ো কল। ৭) আপনি চাইলে আপনার সময় মতো এই ভিডিয়ো কলের সূচি ঠিক করে রাখতে পারবেন।
7/7
৮) একবার SBI আধিকারিকের সময় হলেই শুরু হয়ে যাবে প্রক্রিয়া। সেখানে প্রথমে আপনাকে স্ক্রিনে আসা চার সংখ্যার ভেরিফিকেশন কোড পড়তে হবে। ৯) এবার আপনার প্যান কার্ড ব্যাঙ্কের আধিকারিককে দেখান। এখানে এই প্যান কার্ডের ছবি নিতে দিন। ১০) শেষে আধিকারিক আপনার ছবি নেওয়া শেষ হলেই Video Life Certificate (VLC) প্রক্রিয়া সম্পন্ন হবে। কোনও কারণে আপনার ভিডিয়ো লাইফ সার্টিফিকেট বাতিল হলে রেজিস্টার্ড মোবাইলে এসএমএস চলে আসবে। আপনার ব্যাঙ্কের শাখাতে গিয়েও জীবন প্রমাণ পত্র(Jivan Praman Patra)জমা দিতে পারবেন।
Sponsored Links by Taboola