Bengal School Reopening Photos: কোভিড বিধি মেনে কাল থেকে রাজ্যে খুলছে স্কুল, জেনে নিন বিস্তারিত গাইডলাইন
সংক্রমণ কমলেও এখনও করোনা চলে যায়নি। ফলে কোভিড নিয়ম মেনেই স্কুলগুলি খোলার কথা বলা হয়েছে স্কুল শিক্ষা দফতরের তরফে। ফলে স্কুলগুলিকে কী কী ব্যবস্থা করতে হবে সে বিষয়ে গাইডলাইন দেওয়া হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগোটা স্কুল বিল্ডিং জীবাণুমুক্ত করতে হবে। পডুয়া থেকে শিক্ষক ও শিক্ষাকর্মীদের সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। মানতে হবে সোশাল ডিসট্যান্সিং।
রুটিন মেনেই সব ক্লাস হবে। শিক্ষক শিক্ষিকাদের জন্যে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে গাইডলাইনে। প্রধান শিক্ষক কিংবা শিক্ষিকাকেও কিছু দায়িত্ব পালন করতে হবে।
স্কুলের মধ্যেই রাখতে হবে আলাদা আইসোলেশন রুম।
ক্লাসে কেউ কারোর জল কিংবা টিফিন আদানপ্রদান চলবে না।
যাবতীয় স্কুলে স্পোর্টস কিংবা অনুষ্ঠান বন্ধ।
এক ঘরে যেন সব ছাত্রছাত্রী না বসে। একটি ক্লাসের পড়ুয়াদের দুই বা তা বেশি ঘরে বসানোর ব্যবস্থা করতে হবে। যাতে সামাজিক দূরত্ব নিশ্চিত করা যায়।
ইতিমধ্যে স্কুলে যাওয়া শুরু করেছেন শিক্ষক-শিক্ষিকরা। এখন রোজ যেতে না হলেও সপ্তাহে বেশ কিছুদিন যেতে হবে। তবে স্কুলগুলি রোজই যেতে হবে। গাইডলাইনে বলা হয়েছে প্রয়োজন ছাড়া যাতে শিক্ষক কিংবা শিক্ষিকরা ছুটি না নেন। কারন দীর্ঘদিন পর স্কুল শুরু হচ্ছে।
গাইডলাইন মানা হচ্ছে কিনা সে বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে স্কুলের প্রধান শিক্ষক কিংবা শিক্ষিকাকে। যেদিন প্রথম স্কুল খুলবে সেদিন অবশ্যই প্রত্যেক পড়ুয়ার সঙ্গে কথা বলবেন তাঁরা। গাইড লাইন বোঝাবেন।
স্কুলে কাল থেকে ক্লাস শুরু হলেও এখনই সশরীরে ক্লাস শুরু হচ্ছে না কলেজ-বিশ্ববিদ্যালয়ে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়গুলির প্রস্তাব মেনে আপাতত অনলাইনে চলবে উচ্চশিক্ষা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -