Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
দিল্লিতে জাঁকজমকে পালন হল দশেরা, 'রাবণ বধ' কেজরিওয়ালের
দেশজুড়ে পালিত হল দশেরা উৎসব। সন্ধেতে দিল্লিতে শুরু হয় রাবণ দহন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএদিন রাবণ দহন দেখতে উপস্থিত হন স্থানীয়রাও।
বিজয়া দশমী থেকে দশেরা, আজকের দিনের গুরুত্ব অনেকখানি।
অশুভ শক্তির বিরুদ্ধে দুর্গার জয় কিংবা রাবণকে পরাস্ত করতে রামের বিজয়লাভের মধ্য দিয়েই দেশজুড়ে অঞ্চলভেদে পালিত হয় বিজয়া দশমী এবং দশেরা উৎসব।
শ্রীশ্রীচণ্ডী কাহিনী অনুসারে, দেবীর আবির্ভাব হয় আশ্বিন মাসের কৃষ্ণা চতুর্দশীতে। শুক্লা দশমীতে মহিষাসুর বধ করেছিলেন তিনি। তাই বিজয়া দশমী এই বিজয়কেই চিহ্নিত করেন।
পশ্চিমবঙ্গে এই দিনটিকে 'বিজয়া দশমী' হিসেবে পালন করা হলেও সারা দেশে তা 'দশেরা' নামেই পালিত হয়। দশেরা বা দশহরা শব্দটি এসেছে সংস্কৃত থেকে।
৯ রাত্রি ১০ দিন ধরে লড়াই শেষে এই দিন দেবীর জয়ের দিন। অন্যদিকে এই দিনেই লঙ্কাধিপতি রাবণকে পরাস্ত করে সীতাকে উদ্ধার করেছিলেন রাম।
শাস্ত্রমতে, এই দিনে রাবণের মূর্তি পোড়ানো বিশেষ বার্তাবহ। অশুভ শক্তিকে নাশ করে শুভ শক্তির সঞ্চারের প্রতীকী এই উৎসব।
আজ অসত্যের বিরুদ্ধে সত্যের জয়ের পর্ব দশেরা পালিত হল। এই উপলক্ষ্যে সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ হয়েছিল সকালেই।
রামলীলা সমিতিগুলি দশমী মেলার জন্য ময়দান পরিষ্কার থেকে শুরু করে রাবণের কুশপুতুল তৈরি করে ফেলেছিলেন আগেভাগেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -