Covid-19 in India : করোনা পরিস্থিতি ভয় ধরাচ্ছে চিনে, কীভাবে প্রস্তুতি নিচ্ছে ভারত ?
করোনা কি আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে ফিরতে চলেছে ? অন্তত চিনের একটি রিপোর্ট সেই জল্পনাই উস্কে দিচ্ছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএ সপ্তাহের কোনও একটা দিনে প্রায় ৩ কোটি ৭০ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন চিনে। সরকারের সর্বোচ্চ স্বাস্থ্য কর্তৃপক্ষের রিপোর্টে এমনই অনুমান করা হয়েছে।
এই পরিস্থিতিতে ভারতেও শুরু তৎপরতা। সব রাজ্যের জন্য কোভিড গাইডলাইন জারি করেছে কেন্দ্র।
করোনা সংক্রান্ত সিনিয়র আধিকারিক ও বিশেষজ্ঞদের নিয়ে জরুরি বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।
রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অন্যান্য সাংসদদের মাস্ক পরে থাকতে দেখা যায়।
কোভিড উদ্বেগ বাড়তে থাকায় সংসদের বাইরে আধিকারিকদের মাস্ক পরে থাকতে দেখা যায়।
স্কুলছাত্রদের মাস্ক পরে সংসদ চত্বরে ঘুরতে দেখা যায়। প্রধানমন্ত্রী সকলকে কোভিড বিধি মেনে চলতে বলেছেন।
শীতকালীন অধিবেশন চলাকালীন সংবাদ মাধ্যমের প্রতিনিধি এবং অন্যান্যদের মাস্ক বিলি করতে দেখা যায় সংসদের এক নিরাপত্তা আধিকারিককে।
দিল্লি মেট্রোতেও যাত্রীদের মধ্যে সচেতনতা দেখা গেছে। অনেকেই ফের মাস্ক পরতে শুরু করেছেন।
নিউ দিল্লির খান মার্কেটেও মাস্ক পরে অনেককে ঘুরতে দেখা যায়। করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -