IPL Auction 2023: বাবা চালাতেন ট্যাক্সি, ছেলে নাম লেখালেন কোটিপতি ক্লাবে
আইপিএলের মিনি নিলামে বাংলার ক্রিকেটারদের মধ্যে উজ্জ্বল মুকেশ কুমার (Mukesh Kumar)। সাড়ে ৫ কোটি টাকা দাম পেলেন নিলামে। বিরাট অঙ্কে বাংলার পেসারকে তুলে নিল দিল্লি ক্যাপিটালস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএর আগে আইপিএলে সবচেয়ে দামি বাংলার ক্রিকেটার ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আইপিএলে সর্বোচ্চ ৪ কোটি ৩৭ লক্ষ টাকা দাম পেয়েছিলেন তিনি।
সেই রেকর্ড ভেঙে দিলেন মুকেশ কুমার। বাবা ট্যাক্সি চালাতেন। অভাবের সংসার ছিল। কোটিপতি হওয়ার দিন প্রয়াত বাবার জন্য মন খারাপ মুকেশের।
এর আগেও দিল্লি ক্যাপিটালস দলের সঙ্গে ছিলেন মুকেশ। তবে নেট বোলার হিসাবে। আইপিএলে এখনও অভিষেক হয়নি ডানহাতি পেসারের।
সম্প্রতি বল হাতে দুরন্ত ছন্দে রয়েছেন। ভারত এ দলের হয়ে দুরন্ত বোলিং করেছেন বাংলাদেশ এ দলের বিরুদ্ধে।
তারপর থেকেই ইঙ্গিত ছিল যে, এবারের আইপিএলে ভাল দাম পেতে পারেন বাংলার পেসার। ক্রিকেটের টানে যিনি বিহার থেকে কলকাতায় এসেছিলেন।
নিলামে ন্যূনতম দর ছিল ২০ লক্ষ টাকা। মুকেশের জন্য দর কষাকষি শুরু করেছিল চেন্নাই সুপার কিংস।
পরে দিল্লি ও পাঞ্জাব কিংসও নিলামে ঝাঁপায়। শেষ হাসি রিকি পন্টিং-ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসেরই।
মুকেশ কৃতজ্ঞতা জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সৌরভ বাংলা থেকে ক্রিকেটার তুলে আনার জন্য চালু করেছিলেন ভিশন ২০২০ প্রকল্প। সেখানে সুযোগ পেয়েছিলেন মুকেশ।
ভিশনে থাকাকালীন কিংবদন্তি ওয়াকার ইউনিসের প্রশিক্ষণ পেয়েছিলেন মুকেশ। আইপিএলে পারফর্ম করে তিনি সকলের আস্থার মর্যাদা দিতে চান। ছবি - মুকেশ, সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফেসবুক ও আইসিসি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -