Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Rahul Gandhi: এবার হাতে করাত, দিল্লির কীর্তি নগরের বাজারে কাঠমিস্ত্রিদের সঙ্গে সাক্ষাৎ রাহুলের
দিনকয়েক আগেই তাঁকে দেখা গিয়েছিল কুলির বেশে। মাথায় যাত্রীর স্যুটকেসও বহন করেন কিছুটা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবার ছুতোরের কাজেও হাত লাগালেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। দিল্লির কীর্তি নগরে আসবাবপত্রের বাজারে ছুতোরদের সঙ্গে কথাও বলেন কংগ্রেস সাংসদ। কংগ্রেস সেই ছবি শেয়ার করেছে।
ছুতোরদের সমস্যার কথা জানতে চান ওয়েনাড়ের সাংসদ। পাশাপাশি কিছু আসবাব তৈরির কাজে হাতও লাগান।
পরে X হ্যান্ডেলে রাহুল লেখেন, 'দিল্লির কীর্তি নগরে এশিয়ার সবথেকে বড় আসবাব বাজারে গিয়েছিলাম। সেখানে কাঠমিস্ত্রি ভাইদের সঙ্গে দেখা করি। কঠোর পরিশ্রমী হওয়া ছাড়াও, তাঁরা চমৎকার শিল্পীও। স্থায়িত্ব এবং সৌন্দর্য খোদাই বিশেষজ্ঞ।'
তাঁর সংযোজন, 'আমরা অনেক কথা বলি, তাঁদের দক্ষতা জানতে পারি এবং কিছুটা শেখার চেষ্টা করি।'
সম্প্রতি রাহুলকে ছত্তিশগড় সফরে ট্রেনে ভ্রমণ করতেও দেখা গেছে। সেই সময় তিনি ছত্তীশগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, কংগ্রেসের রাজ্য ইনচার্জ কুমারী শৈলজার সঙ্গে ট্রেনের স্লিপার বগিতে বসে যাত্রীদের সঙ্গে কথা বলেন।
চলতি বছরের ২৮ জুন দিল্লির করোল বাগে এক বাইক মেকানিকের দোকানে কংগ্রেস সাংসদকে দেখা যায়। সেই সময় তাঁর বাইক ঠিক করার চেষ্টার ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়।
২০ এপ্রিল দিল্লির মুখার্জি নগরে গিয়ে সেখানে UPSC-র জন্য প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতা সারেন।
১৮ এপ্রিল তাঁকে পুরানো দিল্লিতে সাধারণ মানুষের মধ্যে দেখা যায়। সে সময় তিনি বাঙালি মার্কেটে সুস্বাদু খাবারের স্বাদ গ্রহণ করেন এবং পুরনো দিল্লিতে 'মহব্বত কা শরবত' উপভোগ করন।
হরিয়ানার সোনপত জেলায় খেতে চাষিদের সঙ্গে ধানের চারা রোপণ করতে দেখা গিয়েছিল রাহুলকে। পরে কিছু মহিলা চাষির সঙ্গে কথা বলে তাঁদের তাঁর মায়ের বাড়িতে আমন্ত্রণ জানান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -