Sikkim Cloudburst: মেঘভাঙা বৃষ্টিতে ভাঙল সিকিমের চুংথাম লেক, ভাসল রাস্তা-বাড়ি-গাড়ি, নিখোঁজ ২৩ জওয়ান
রাতভর প্রবল বর্ষণে সিকিমে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। নর্থ সিকিমের লোনাক লেকে মেঘভাঙা বৃষ্টি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতার জেরে চুংথাম বাঁধ ভেঙে ভয়াল আকার নিয়েছে তিস্তা। নদীতে প্রবল জলোচ্ছ্বাস।
জলস্তর ১৫ থেকে ২০ ফুট বেড়ে গেছে। স্রোতের টানে ভেসে যাচ্ছে বাড়ি ঘর-গাছ পালা। পাহাড়ি রাস্তায় ভাসছে গাড়ি।
চুংথাম এলাকা কার্যত সিকিম থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বানভাসি লাচেন। বন্য়ায় ক্ষতিগ্রস্ত একাধিক সেনাছাউনি।
২৩ জন সেনা জওয়ানের খোঁজ মিলছে না বলে সেনার তরফে জানানো হয়েছে।
এই পরিস্থিতিতে বাসিন্দাদের উদ্দেশে সতর্কতা জারি করেছে সিকিম প্রশাসন। ঘটনার পরে সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের তোলা ভিডিও। তাতে দেখা গেছে, রাস্তাঘাট ধুয়েমুছে সাফ হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করাকালীন মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং বলেন, কেউ আহত হননি। তবে, সাধারণ মানুষের সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে। সিংতামে কিছু মানুষ নিখোঁজ রয়েছেন। ত্রাণকাজ শুরু হয়েছে।
তিস্তায় জলোচ্ছ্বাসের জেরে ভেসে যায় সিংতাম শহরে থাকা ইন্দ্রেণী সেতু। গ্যাংটক থেকে ৩০ কিলোমিটার দূরে রয়েছে এই সেতু। বালুতার হেলমেটে একটি সংযোগকারী সেতুও ধুয়েমুছে সাফ হয়ে যায় ভোর ৪টে নাগাদ। সংবাদ সংস্থা ANI-কে এমনই জানিয়েছে গ্যাংটক জেলা প্রশাসন।
গ্যাংটক থেকে ৯০ কিলোমিটার দূরে থাকা চুংথাং শহরে তিস্তা বাঁধের কাছেপিঠে থাকা বাসিন্দাদের উদ্ধার করা হয়েছে।
তিস্তায় জলস্তর ব্য়াপক বেড়ে যাওয়ায় তিস্তা তীরবর্তী এলাকাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -