World Cup: ওয়ান ডে বিশ্বকাপের প্রতিটি মরসুমে ভারতের কে সর্বাধিক রানের মালিক হয়েছিলেন?
Indian Batter Record In World Cup: গত বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরির সাহায্যে মোট ৬৪৮ রান করেছিলেন রোহিত শর্মা। যা ছিল আজ পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ কোন ও ব্যাটারের।
রোহিত ও ধবন তালিকায় রয়েছেন
1/12
১৯৭৫ সালে ওয়ান ডে বিশ্বকাপের প্রথম মরসুমে ৩ ম্যাচ খেলে মোট ১১৩ রান করেছিলেন সুনীল গাওস্কর। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৬৫।
2/12
১৯৭৯ বিশ্বকাপে ভারত ৩ ম্যাচ খেলেছিল। সেই টুর্নামেন্টে ১০৬ রান করে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রানের মালিক ছিলেন গুন্ডাপ্পা বিশ্বনাথ। সর্বোচ্চ ছিল ৭৫।
3/12
১৯৮৩ বিশ্বকাপ ভারত চ্যাম্পিয়ন হয় কপিল দেবের নেতৃত্বে। সেই টুর্নামেন্টে ৮ ম্যাচে ৩০৩ রান করে ভারতীয়দের মধ্য়ে সবার ওপরে ছিলেন কপিল দেব। সর্বাচ্চ ছিল অপরাজিত ১৭৫।
4/12
১৯৮৭ বিশ্বকাপে ফের ভারতীয়দের মধ্যে সবার আগে ছিলেন সুনীল গাওস্কর। ৭ ম্যাচ ৩০০ রান করেছিলেন। অপরাজিত ১০৩ ছিল সর্বোচ্চ।
5/12
১৯৯২ বিশ্বকাপে মহম্মদ আজহারউদ্দিন সবার ওপরে ছিলেন তালিকায়। ৮ ম্যাচে ৩৩২ রান করেছিলেন। সর্বোচ্চ ৯২।
6/12
১৯৯৬ বিশ্বকাপে সচিন তেন্ডুলকর সর্বােচ্চ রান করেছিলেন ভারতীয়দের মধ্যে। ৭ ম্যাচে মোট ৫২৩ রান করেছিলেন মাস্টার ব্লাস্টার।
7/12
১৯৯৯ বিশ্বকাপে এই তালিকায় সবার ওপরে ছিলেন রাহুল দ্রাবিড়। ৮ ম্যাচে ৪৬১ রান করেছিলেন। সর্বোচ্চ ছিল ১৪৫।
8/12
২০০৩ বিশ্বকাপেও সচিনই ছিলেন ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ স্কোর। ১১ ম্যাচে ৬৭৩ রান করেছিলেন সচিন সেবার। টুর্নামেন্টের সর্বোচ্চ রান স্কোরারও ছিলেন।
9/12
২০০৭ বিশ্বকাপে বীরন্দ্র সহবাগ তালিকায় সবার ওপরে ছিলেন। ৩ম্যাচ খেলে ১৬৪ রান করে সবার ওপরে ছিলেন বীরু।
10/12
২৮ বছরের অপেক্ষ শেষে ২০১১ বিশ্বকাপে ফের চ্যাম্পিয়ন হয় ভারত। নিজের কেরিয়ারের শেষ বিশ্বকাপ জিতে সচিন ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রানের মালিক হন এবারও। তাঁর ঝুলিতে ছিল ৯ ম্যাচে ৪৮২ রান।
11/12
২০১৫ বিশ্বকাপে ভারতের ওপেনার শিখর ধবন তালিকায় শীর্ষে ছিলেন। ৮ ম্য়াচে ৪১২ রান করেন তিনি।
12/12
রোহিত শর্মা রয়েছেন তালিকায়। তিনি এবারের বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন। ২০১৯ সালে পাঁচটি সেঞ্চুরির সাহায্যে ৬৪৮ রান করেছিলেন।
Published at : 04 Oct 2023 11:14 AM (IST)