World Cup: ওয়ান ডে বিশ্বকাপের প্রতিটি মরসুমে ভারতের কে সর্বাধিক রানের মালিক হয়েছিলেন?
১৯৭৫ সালে ওয়ান ডে বিশ্বকাপের প্রথম মরসুমে ৩ ম্যাচ খেলে মোট ১১৩ রান করেছিলেন সুনীল গাওস্কর। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৬৫।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৯৭৯ বিশ্বকাপে ভারত ৩ ম্যাচ খেলেছিল। সেই টুর্নামেন্টে ১০৬ রান করে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রানের মালিক ছিলেন গুন্ডাপ্পা বিশ্বনাথ। সর্বোচ্চ ছিল ৭৫।
১৯৮৩ বিশ্বকাপ ভারত চ্যাম্পিয়ন হয় কপিল দেবের নেতৃত্বে। সেই টুর্নামেন্টে ৮ ম্যাচে ৩০৩ রান করে ভারতীয়দের মধ্য়ে সবার ওপরে ছিলেন কপিল দেব। সর্বাচ্চ ছিল অপরাজিত ১৭৫।
১৯৮৭ বিশ্বকাপে ফের ভারতীয়দের মধ্যে সবার আগে ছিলেন সুনীল গাওস্কর। ৭ ম্যাচ ৩০০ রান করেছিলেন। অপরাজিত ১০৩ ছিল সর্বোচ্চ।
১৯৯২ বিশ্বকাপে মহম্মদ আজহারউদ্দিন সবার ওপরে ছিলেন তালিকায়। ৮ ম্যাচে ৩৩২ রান করেছিলেন। সর্বোচ্চ ৯২।
১৯৯৬ বিশ্বকাপে সচিন তেন্ডুলকর সর্বােচ্চ রান করেছিলেন ভারতীয়দের মধ্যে। ৭ ম্যাচে মোট ৫২৩ রান করেছিলেন মাস্টার ব্লাস্টার।
১৯৯৯ বিশ্বকাপে এই তালিকায় সবার ওপরে ছিলেন রাহুল দ্রাবিড়। ৮ ম্যাচে ৪৬১ রান করেছিলেন। সর্বোচ্চ ছিল ১৪৫।
২০০৩ বিশ্বকাপেও সচিনই ছিলেন ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ স্কোর। ১১ ম্যাচে ৬৭৩ রান করেছিলেন সচিন সেবার। টুর্নামেন্টের সর্বোচ্চ রান স্কোরারও ছিলেন।
২০০৭ বিশ্বকাপে বীরন্দ্র সহবাগ তালিকায় সবার ওপরে ছিলেন। ৩ম্যাচ খেলে ১৬৪ রান করে সবার ওপরে ছিলেন বীরু।
২৮ বছরের অপেক্ষ শেষে ২০১১ বিশ্বকাপে ফের চ্যাম্পিয়ন হয় ভারত। নিজের কেরিয়ারের শেষ বিশ্বকাপ জিতে সচিন ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রানের মালিক হন এবারও। তাঁর ঝুলিতে ছিল ৯ ম্যাচে ৪৮২ রান।
২০১৫ বিশ্বকাপে ভারতের ওপেনার শিখর ধবন তালিকায় শীর্ষে ছিলেন। ৮ ম্য়াচে ৪১২ রান করেন তিনি।
রোহিত শর্মা রয়েছেন তালিকায়। তিনি এবারের বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন। ২০১৯ সালে পাঁচটি সেঞ্চুরির সাহায্যে ৬৪৮ রান করেছিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -