Opposition Leaders Visit in Manipur : 'নিয়ন্ত্রণরেখার মতো পরিস্থিতি', আজ রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছেন মণিপুর-ফেরত বিরোধী নেতারা
আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবে ২১ সাংসদের প্রতিনিধিদল, যারা সম্প্রতি হিংসা-বিধ্বস্ত মণিপুর পরিদর্শন করে এসেছে। এমনই খবর কংগ্রেস সূত্রের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appওই সূত্রের আরও খবর, আজ বেলা সাড়ে ১১টা নাগাদ সাক্ষাৎ-পর্ব রয়েছে। ওই আলোচনাপর্বে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্সের প্রতিনিধিরা রাষ্ট্রপতির কাছে মণিপুর ও হরিয়ানার ইস্যু তুলবেন। এর পাশাপাশি সংসদ পরিচালনা নিয়েও কথা হতে পারে।
সম্প্রতি দুই দিনের সফরে মণিপুরে যান বিরোধী শিবিরের একদল সাংসদ।
দু'টি গ্রুপে ভাগ হয়ে তাঁরা কুকি সম্প্রদায় অধ্যুষিত চূড়াচাঁদপুর ও মেইতি অধ্যুষিত বিষ্ণুপুর ও ইম্ফল পশ্চিম জেলা ঘুরে দেখেন। এইসব এলাকায় আশ্রয় নিয়েছেন ঘরছাড়া মানুষগুলো।
গত ৩ মে থেকে চলতে থাকা মণিপুর-হিংসায় প্রায় ১৫০ মানুষ প্রাণ হারিয়েছেন এবং ৬০ হাজারের বেশি মানুষ ঘরছাড়া।
মণিপুরের রাজধানী ইম্ফলে মেইতি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করা একাধিক সংগঠনের বিশাল মিছিলের আবহেই দুই দিনের সফরে যান বিরোধী দলের সাংসদরা।
হিংসা-বিধ্বস্ত এলাকা পরিদর্শনের আগে, অসমের কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেন, মণিপুরে নিয়ন্ত্রণরেখার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। হাতে অস্ত্র তুলে নিয়েছেন মেইতি ও কুকি সম্প্রদায়ের মানুষজন। যার জেরে ভেঙে পড়েছে আইন-শৃঙ্খলার পরিস্থিতি। যেসব যুবকের স্কুল-কলেজে পড়াশোনা করার কথা, তাঁরা অস্ত্র হাতে নিজেদের গ্রাম পাহারা দিচ্ছেন।
হিংসা-বিধ্বস্ত এলাকা পরিদর্শনের পর, আবার সরব হন গগৈ। তিনি দাবি জানান, সুপ্রিম কোর্টের কোনও অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত হওয়া উচিত যে, কীভাবে মানুষের উপর হামলা চালিয়ে তাঁদের খুন করা হল।
কংগ্রেসের তরফে গৌরব গগৈ ও অধীর রঞ্জন চৌধুরী ছাড়াও, ওই প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন- তৃণমূলের সুস্মিতা দেব, আরজেডি-র মনোজ ঝা, এনসিপির বন্দনা চৌহ্বান, জেএমএম-এর মহুয়া মাঝি, সিপিএমের এআর রহিম, ডিএমকে-র কানিমোঝি, জেডিইউ-র রাজীব রঞ্জন লালন সিং, আপের সুশীল গুপ্তা ও এসপি-র জাভেদ আলি খান।
কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধী এর আগে অশান্তি-দীর্ণ মণিপুর ঘুরে দেখেন। সেখানে শান্তি পুনরুদ্ধারের দাবি জানান তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -