Income Tax Return : সময়ে দাখিল করা হয়নি আয়কর রিটার্ন ? গুণতে হবে কত জরিমানা ? করতে হবে কী ?
আয়কর বিভাগ (Income Tax Department) জানিয়েছে, ভারতে ৬.৭৭ কোটি আয়কর রিটার্ন জমা পড়েছে চলতি অর্থবর্ষে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচলতি বছরে আয়কর রিটার্নের মেয়াদ বাড়ানো হয়নি। সময়সীমা ছিল ৩১ জুলাই পর্যন্ত।
২০২২-'২৩ অর্থবর্ষে ৫.৮৩ কোটি আয়কর রিটার্ন জমা পড়েছিল। এবারে গত অর্থবর্ষের তুলনাময় ১৬.১ শতাংশ বেশি আয়কর রিটার্ন দাখিল হয়েছে।
কিন্তু যদি নির্ধারিত সময়ের মধ্যে আপনি ২০২৩-'২৪ অর্থবর্ষের আয়কর রিটার্ন দাখিল না করে থাকেন, সেক্ষেত্রে কী করতে হবে ? জরিমানাই বা গুণতে হবে কত ?
ঘাবড়ানোর কিছু নেই। জরিমানা সহ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত আইটিআর ফাইল দাখিল করা যাবে। কাকে দিতে হবে কত জরিমানা ?
গত অর্থবর্ষের ভিত্তিতে ইনকাম বা আয় যদি ২.৫ লক্ষ পর্যন্ত হয়, সেক্ষেত্রে করদাতারা কোনও জরিমানা ছাড়াই চলতি বছরের শেষ পর্যন্ত আয়কর জমা করতে পারবেন।
১ হাজার টাকা জরিমানা সহ আয়কর রিটার্ন দাখিল করতে হবে যাঁদের ২০২৩-'২৪ অর্থবর্ষে আয় ২.৫ লক্ষের থেকে বেশি কিন্তু ৫ লক্ষের থেকে কম।
আর অর্থবর্ষের বিচারে যদি আয় হয় ৫ লক্ষ টাকার বেশি। সেক্ষেত্রে জরিমানার পরিমাণ ৫ হাজার টাকা। যে পরিমাণ আগে ছিল ১০ হাজার টাকা।
আয়কর রিটার্নের শেষ দিনেই (৩১ জুলাই) শুধুমাত্র রিটার্ন দাখিল করেছেন ৬৪.৩৩ লক্ষ মানুষ। সেদিন সন্ধেয় পোর্টাল বন্ধ হওয়ার আগেও কার্যত রেকর্ড ভিড় দেখা গিয়েছিল। সন্ধে ৫ টা থেকে ৬ টা পর্যন্ত ৪ লক্ষ ৯৬ হাজার ৫৫৯ টি আয়কর রিটার্ন জমা পড়েছে। শেষ ঘণ্টায় প্রত্যেক মিনিটের ভিত্তিতে ৮৬২২ টি ও সেকেন্ড প্রতি ৪৮৬ টি আয়ক রিটার্ন জমা পড়েছে ।
পাশাপাশি গত আর্থিক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে প্রথমবার রিটার্ন দাখিলকারীদের সংখ্যাও। আয়কর দফতরের তথ্য জানাচ্ছে, ৫৩. ৬৭ লক্ষ নতুন আয়করদাতা সদ্য শেষ হওয়া আর্থিক বছরের জন্য রিটার্ন ফাইল করেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -