New Parliament Building: সংবিধানের অনুলিপি নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রথমে NDA শিবির; একে একে নতুন সংসদ ভবনে বিরোধী সাংসদরা
আজ থেকে পথচলা শুরু করল বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নতুন সংসদ ভবন। 'এক ভারত, শ্রেষ্ঠ ভারত'- এই ভাবনাকে তুলে ধরতে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন উপকরণ আনা হয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রতিটি আসনে রয়েছে ডিজিটাল সিস্টেম এবং টাচ স্ক্রিনের মতো আধুনিক সুবিধা। আজ প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ NDA-র সাংসদরা নতুন ভবনে ঢোকেন। তারপর ঢোকে বিরোধীরা।
শতাব্দী প্রাচীন পুরনো সংসদ ভবনের পথচলা শেষ। ঐতিহ্যপূর্ণ সেন্ট্রাল হলে বিশেষ অনুষ্ঠানের পর মঙ্গলবার থেকে শুরু হল নতুন সংসদ ভবনে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন।
নতুন সংসদ ভবনে স্থানান্তরিত হওয়ার আগে পুরনো সংসদ ভবনে লোকসভা ও রাজ্যসভার সদস্যদের গ্রুপ ফটো তুলতে দেখা যায়। এরপরে নতুন সংসদে ভবনের দিকে রওনা হন তাঁরা।
প্রায় সাড়ে চৌষট্টি হাজার স্কোয়ার মিটার জায়গার ওপর তৈরি নতুন এই সংসদ ভবনের নাম রাখা হয়েছে, পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া।
এদিন দুপুরে সংবিধানের একটি অনুলিপি নিয়ে, সতীর্থদের সঙ্গে পুরনো সংসদ ভবন থেকে নতুন সংসদ ভবনের দিকে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
টিম NDA নতুন সাংসদভবনে প্রবেশের পর, হাতে সংবিধান হাতে নতুন সংসদের দিকে রওনা হন অধীর চৌধুরী। সঙ্গে রাহুল গান্ধী ও অন্যান্য কংগ্রেস সাংসদরাও।
একে একে সাংসদদের নতুন সংসদ ভবনের দিকে এগিয়ে যেতে দেখা যাচ্ছে উপরের ছবিতে। দেশের বিভিন্ন রাজ্যের জনপ্রতিনিধিরা ঐতিহাসিক এই দিনে একযোগে সামিল।
উপরের ছবিতে দেখা যাচ্ছে সংবিধান হাতে নতুন সংসদ ভবনে অধীর চৌধুরী। সঙ্গে প্রবেশ করছেন অন্যান্য সাংসদরা।
উপরের ছবিতে মহিলা সাংসদদের একসঙ্গে নতুন সংসদ ভবনের উদ্দেশে এগোতে দেখা যাচ্ছে। যা এক ঐতিহাসিক দলিল হয়ে রইল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -