Farm Laws Repeal: ঐতিহাসিক দিন, কৃষি আইন প্রত্যাহারের পরই দেশের বিভিন্ন প্রান্তে সেলিব্রেশন
কৃষি আইন প্রত্যাহারের পরই দেশজুড়ে সেলব্রেশন, মিষ্টিমুখ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগাজিপুর বর্ডারে সেলিব্রেশন সাধারণ মানুষের। ঢাক ঢোল নিয়ে রাস্তায় বেরিয়ে এই ঐতিহাসিক দিনটির আনন্দে মেতে উঠল
এদিন দেশবাসীর উদ্দেশে বক্তব্যে ৩ কৃষি আইন বাতিলের সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রীতিমতো জিলিপি বিতরণের মাধ্যমে সেলিব্রেশনে মেতে ওঠেন স্থানীয় বাসিন্দারা।
মোদির সিদ্ধান্তের পরই দেশের সব কৃষকদের শুভেচ্ছা বার্তা পাঠালেন অরবিন্দ কেজরিওয়াল।
সংযুক্ত কিশাল মোর্চার তরফে ট্যুইটে এই সিদ্ধান্তের শুভেচ্ছা জানানো হয়েছে।
'দেশের অন্নদাতারা ঔদ্ধত্যের সামনে সত্যাগ্রহ শুরু করেছিলেন। অবিচারের বিরুদ্ধে এই জয়ের জন্য অভিনন্দন'। ট্যুইট করে জানালেন রাহুল গাঁধী।
২০২০-র সেপ্টেম্বরে বিতর্কিত কৃষি আইন সংসদের উভয় কক্ষে পাস করিয়ে নেয় কেন্দ্রীয় সরকার। তারপরই রাস্তায় নামেন কৃষকরা।
হরিয়ানা, পাঞ্জাবের কৃষকদের মিছিল এসে হাজির হয় রাজধানীর দরজায়। কংগ্রেস সহ বিরোধীরাও সরব হয় ৩টি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে।
আগামী বছরের শুরুতেই রয়েছে পাঞ্জাব, উত্তরপ্রদেশ, গোয়ার বিধানসভা নির্বাচন। তার আগে, বছরের শেষে এসে কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -