Ayodhya Airport: স্থাপত্য ও গঠনে রাম মন্দিরের অনুকরণ, কেমন দেখতে অযোধ্যার নবনির্মিত বিমানবন্দর? দেখুন ছবিতে

২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের আগে কাল অযোধ্যায় আসছেন প্রধানমন্ত্রী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
অযোধ্যা ধাম জংশন স্টেশন ও মহর্ষি বাল্মিকীর নামাঙ্কিত নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন তিনি। তার আগে অযোধ্যাজুড়ে সাজ সাজ রব।

এয়ারপোর্ট থেকে স্টেশন পর্যন্ত মোদির যাত্রাপথের বিভিন্ন জায়গায় উপস্থিত থাকবেন সাধু সন্তরা। করা হবে পুষ্পবৃষ্টি।
সরকারের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক মানের এই বিমানবন্দরের Phase 1-তৈরি করতে ১৪৫০ কোটি টাকারও বেশি লেগেছে।
বিমানবন্দরের টার্মিনাল ভবন সাড়ে ছয় হাজার বর্গ মিটার জায়গা জুড়ে রয়েছে। বছরে ১০ লক্ষ যাত্রীকে পরিষেবা দিতে পারবে।
অযোধ্যার শ্রী রাম মন্দিরের অনুকরণ রয়েছে বিমানবন্দরের স্থাপত্য ও গঠনে। অন্দরসজ্জায় জায়গা পেয়েছে স্থানীয় শিল্প ও চিত্র।
আধুনিকতার নিরিখে নজর কাড়বে এই বিমানবন্দর। ইনসুলেটেড রুফিং সিস্টেম, LED আলো, বৃষ্টির জল পুনর্ব্যবহারের যাবতীয় পরিকাঠামো রয়েছে এখানে।
ANI রিপোর্ট অনুযায়ী ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, Sewage treatment Plant রয়েছে এই বিমানবন্দরে। ২০২৪ সালের জানুয়ারি থেকেই চালু হতে চলেছে এই বিমানবন্দর।
বিভিন্ন বিমান পরিষেবা সংস্থা ইতিমধ্যেই দিল্লি, মুম্বই ও আহমেদাবাদ থেকে অযোধ্যার বিমানের রুট ইতিমধ্যেই প্রকাশ করেছে কিছু বিমান সংস্থা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -