New Year 2023 : নতুন বছরের সকালে মন্দির-গুরুদোয়ারা-গির্জায় জমায়েত সাধারণ মানুষের; ঢল পর্যটনকেন্দ্রেও
নতুন বছর শুরু হতেই ধর্মীয়স্থানে জমায়েত সাধারণ মানুষের। অমৃতসরে স্বর্ণমন্দিরে দেখা গেল ভিড়। (ছবি সৌজন্যে : ANI ট্যুইটার)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগুরুদোয়ারার সামনে ধৈর্য্য নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে সাধারণ মানুষকে।(ছবি সৌজন্যে : ANI ট্যুইটার)
দিল্লিতে ভক্তরা ঝান্দেওয়ালা মন্দির জড়ো হন সকাল সকাল। (ছবি সৌজন্যে : ANI ট্যুইটার)
ঝান্দেওয়ালা মন্দির হাত জোড় করে লাইন দিয়ে দাঁড়িয়ে প্রার্থনা করেন ভক্তরা।(ছবি সৌজন্যে : ANI ট্যুইটার)
এই ছবিটি মহারাষ্ট্রের। নতুন বছরের সাতসকালে শ্রী সিদ্ধিবিনায়ক মন্দিরে আরতির ছবি।(ছবি সৌজন্যে : ANI ট্যুইটার)
তামিলনাড়ুর চেন্নাইয়ে আন্না নগরে সেন্ট লিউক চার্চে প্রার্থনা করেন ভক্তরা।(ছবি সৌজন্যে : ANI ট্যুইটার)
নতুন বছর উপলক্ষ্যে পুরীর জগন্নাথ মন্দিরে ভিড়। (ছবি সৌজন্যে : ANI)
ছবিটি ওড়িশায় পুরীর জগন্নাথের। (ছবি সৌজন্যে : ANI)
কল্পতরু উৎসব উপলক্ষ্যে দক্ষিণেশ্বর মন্দিরে ভিড় করেছেন পুণ্যার্থীরা। দক্ষিণেশ্বর শ্রীরামকৃষ্ণের কর্মভূমি। মূল মন্দির চত্বরের উল্টোদিকে কুঠিবাড়ি। এখানে একসময় থাকতেন শ্রীরামকৃষ্ণের বড় দাদা রামকুমার চট্টোপাধ্যায়। পরে ১৮৫৫ থেকে ১৮৭১ সাল পর্যন্ত মা চন্দ্রমণি দেবীর সঙ্গে থাকতেন শ্রীরামকৃষ্ণ। রানি রাসমণি, তাঁর জামাই মথুরবাবুর কুঠিবাড়িতে যাতায়াত ছিল। এখানে এখন শ্রীরামকৃষ্ণের প্রস্তর মূর্তি দেখতে ভিড় করেন ভক্তরা।
বছরের শেষ দিন থেকেই উৎসবের মেজাজে দিঘা। রাতভর আতসবাজির খেলা চলেছে সমুদ্র সৈকতে। নতুন বছরকে স্বাগত জানাতে আজও সকাল থেকে পর্যটকদের ঢল নেমেছে
নববর্ষের আনন্দ চেটেপুটে নিতে ভিক্টোরিয়া মেমোরিয়ালে ভিড় জমতে শুরু হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -