Covid-19 : রাজ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে কোথায় লকডাউন, কোথায় কন্টেনমেন্ট জোন ? দেখে নিন ছবিতে
পুজো মিটতেই রাজ্যের একাধিক জেলায় ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদেশের মোট আক্রান্তের ৩.৪ শতাংশ ও মৃত্যুর ৪.৭ শতাংশ বাংলার। কলকাতায় সংক্রমণের হার বাড়ছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবরে তরফে রাজ্যের স্বাস্থ্যসচিবকে চিঠি পাঠানো হয়েছে।
এই পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় কড়াকড়ি শুরু করেছে প্রশাসন
রাজপুর-সোনারপুরের ৩৫টি ওয়ার্ডে লকডাউন ঘোষণা হয়েছে।
২৮, ২৯ ও ৩০ অক্টোবর সোনারপুর পুর এলাকায় কার্যত লকডাউন।
পশ্চিম মেদিনীপুরেও বাড়ছে আক্রান্তের সংখ্যা।
সংক্রমণ রুখতে ৭ দিনের জন্যে মেদিনীপুর ও খড়গপুর শহরের ১২টি এলাকাকে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে।
এদিকে কোভিড বিধি নাগরিকরা মেনে চলছেন কিনা, তা দেখার জন্য লালবাজারের নির্দেশে গতকাল শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালায় পুলিশ।
হাওড়াতেও এই মুহূর্তে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে হাওড়া পুরসভার ১৪টি এলাকাকে মাইক্রো কনটেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে।(প্রতীকী ছবি)।
সম্প্রতি উত্তর ২৪ পরগনায় ৫১টি মাইক্রো কনটেনমেন্ট জোন করা হবে বলে জানানো হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -