Travel Destinations in North India: মনোরম পরিবেশ ও ঐতিহ্যের মেলবন্ধন, অক্টোবরে ভ্রমণে যেতে পারেন উত্তর ভারতের এইসব জায়গায়
উৎসবের মাস, শীতের আমেজ। ভ্রমণের আদর্শ সময় অক্টোবর। এই সময়ে ঘুরে দেখতে পারেন উত্তর ভারতের বিভিন্ন জায়গা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতালিকায় প্রথমেই রয়েছে- শ্রীনগর। হিমালয় পরিবেষ্টিত ও ঝিলাম নদীর তীরে অবস্থিত। শ্রীনগরের হাউসবোট ও রংবেরংয়ের শিকারা মন্ত্রমুগ্ধ করে দেয় পর্যটকদের।
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বারাণসী। সংস্কৃতি, ইতিহাস ও আধ্যাত্মিকতায় পরিবৃত্ত এই জায়গা।
অক্টোবরে মনোরম আবহাওয়া দেখা যায় বারাণসীতে। একাধিক উৎসবও হয়। যার ফলে, এই সময়ে বারাণসী ঘুরতে এলে এক আলাদা অনুভূতি নিয়ে ফিরবেন।
তীর্থযাত্রার অন্যতম গন্তব্যস্থল এবং 'বিশ্বের যোগ রাজধানী' নামে পরিচিত ঋষিকেশও অক্টোবরের জন্য আদর্শ জায়গা।
ছুটি কাটানোর সেরা গন্তব্য হতে পারে উত্তর ভারতের এই জায়গাটি। করতে পারেন রিভার ব়্যাফ্টিংও
অক্টোবরে ঘুরতে যেতে পারেন রাজস্থানের যোধপুরে।
এই সময়ে যোধপুরের আবহাওয়া ঠান্ডা ও মনোরম হয়ে ওঠে। সমৃদ্ধশালী ও ঐতিহ্যশালী সংস্কৃতির মেলবন্ধন দেখা যায় এই মরু শহরে
ভারতে অক্টোবরে পর্যটনের অন্যতম সেরা গন্তব্য হতে পারে গুজরাতের কছ
রন উৎসব হয় এই সময়ে। সাদা মরুভূমির মধ্যে রোমাঞ্চের জন্য ক্যাম্পিং করতে পারেন কছে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -