Deepotsav Clebrations in Ayodhya: 'রামের' কপালে তিলক এঁকে, রথে দড়ি টেনে অযোধ্যায় দীপোৎসবে শামিল যোগী
Ayodhya Deepotsav : প্রতি বছর যোগী আদিত্যানাথ নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ সরকার লক্ষ লক্ষ প্রদীপ জ্বালিয়ে দীপোৎসব পালন করে
অযোধ্যায় দীপোৎসবে যোগী আদিত্যনাথ
1/10
প্রভু রামে জন্মস্থান হিসাবে পরিচিত উত্তরপ্রদেশের অযোধ্যা।
2/10
প্রতি বছর যোগী আদিত্যানাথ নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ সরকার লক্ষ লক্ষ প্রদীপ জ্বালিয়ে দীপোৎসব পালন করে।
3/10
সরযূ নদীর তীরে সেই উৎসব ঘিরে এক অপরূপ মোহময়ী রূপ তৈরি হয়।
4/10
উপরের ছবিটিতে ভগবান রাম, লক্ষ্মণ ও সীতার বেশে থাকা শিল্পীদের সামনে আরতি করছেন মুখ্যমন্ত্রী।
5/10
এই ছবিটিতেও ভগবান রাম, লক্ষ্মণ ও সীতার বেশে থাকা শিল্পীদের সামনে আরতি করছেন মুখ্যমন্ত্রী।
6/10
রামের রূপে থাকা শিল্পীর কপালে তিলক এঁকে দিচ্ছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
7/10
ভগবান রাম, লক্ষ্মণ ও সীতার বেশে থাকা শিল্পীদের যাচ্ছেন উত্তরপ্রদেশ রাজ্যপাল আনন্দীবেন পটেল ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
8/10
এই ছবিতে দেখা যাচ্ছে- দীপোৎসব উদযাপনের সময় ভগবান রাম, লক্ষ্মণ ও সীতার বেশে থাকা শিল্পীদের
9/10
এই ছবিতে দেখা যাচ্ছে ভগবান রাম, লক্ষ্মণ ও সীতার বেশে থাকা শিল্পীদের চাপিয়ে নিয়ে যাওয়া রথের দড়ি টানছেন উত্তরপ্রদেশ রাজ্যপাল আনন্দীবেন পটেল ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ অন্যান্যরা।
10/10
ভগবান রাম, লক্ষ্মণ ও সীতার বেশে থাকা শিল্পীদের সঙ্গে যাচ্ছেন উত্তরপ্রদেশ রাজ্যপাল আনন্দীবেন পটেল ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ অন্যান্যরা।
Published at : 11 Nov 2023 08:58 PM (IST)