Deepotsav Clebrations in Ayodhya: 'রামের' কপালে তিলক এঁকে, রথে দড়ি টেনে অযোধ্যায় দীপোৎসবে শামিল যোগী
প্রভু রামে জন্মস্থান হিসাবে পরিচিত উত্তরপ্রদেশের অযোধ্যা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রতি বছর যোগী আদিত্যানাথ নেতৃত্বাধীন উত্তরপ্রদেশ সরকার লক্ষ লক্ষ প্রদীপ জ্বালিয়ে দীপোৎসব পালন করে।
সরযূ নদীর তীরে সেই উৎসব ঘিরে এক অপরূপ মোহময়ী রূপ তৈরি হয়।
উপরের ছবিটিতে ভগবান রাম, লক্ষ্মণ ও সীতার বেশে থাকা শিল্পীদের সামনে আরতি করছেন মুখ্যমন্ত্রী।
এই ছবিটিতেও ভগবান রাম, লক্ষ্মণ ও সীতার বেশে থাকা শিল্পীদের সামনে আরতি করছেন মুখ্যমন্ত্রী।
রামের রূপে থাকা শিল্পীর কপালে তিলক এঁকে দিচ্ছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
ভগবান রাম, লক্ষ্মণ ও সীতার বেশে থাকা শিল্পীদের যাচ্ছেন উত্তরপ্রদেশ রাজ্যপাল আনন্দীবেন পটেল ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
এই ছবিতে দেখা যাচ্ছে- দীপোৎসব উদযাপনের সময় ভগবান রাম, লক্ষ্মণ ও সীতার বেশে থাকা শিল্পীদের
এই ছবিতে দেখা যাচ্ছে ভগবান রাম, লক্ষ্মণ ও সীতার বেশে থাকা শিল্পীদের চাপিয়ে নিয়ে যাওয়া রথের দড়ি টানছেন উত্তরপ্রদেশ রাজ্যপাল আনন্দীবেন পটেল ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ অন্যান্যরা।
ভগবান রাম, লক্ষ্মণ ও সীতার বেশে থাকা শিল্পীদের সঙ্গে যাচ্ছেন উত্তরপ্রদেশ রাজ্যপাল আনন্দীবেন পটেল ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ অন্যান্যরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -