Indian Railway Ticket: রেলে ছাড় বন্ধ বয়স্কদের, চিন্তা প্রবীণদের
বয়স্কদের জন্য রেলের ভাড়ায় ছাড় ফেরানো নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। তৃণমূল সাংসদ দেব-এর প্রশ্নের লিখিত উত্তরে জানালেন রেলমন্ত্রী। রেল মন্ত্রকের সিদ্ধান্তে অখুশি যাত্রীরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে কেন্দ্রের ঘোষণা, বিশেষভাবে সক্ষম, পড়ুয়া ও রোগীদের ছাড় থাকছে আগের মতোই। করোনার ধাক্কায় কাবু হয়েছে দেশের অর্থনীতি। ক্ষতির মুখে পড়েছে রেলও। করোনাকালে স্পেশাল ট্রেন চালু হলেও তুলে দেওয়া হয় সব রকম ছাড়।
ভাড়ায় ছাড়ের কারণে রেলের ওপর আর্থিক চাপ বাড়ছে। বয়স্কদের জন্য রেলের ভাড়ায় ছাড় ফেরানো নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। বিশেষভাবে সক্ষম ব্যক্তি, পড়ুয়া ও রোগীদের মতো নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রে ভাড়ায় ছাড় থাকছে আগের মতোই।
প্রবীণ নাগরিকদের রেলের টিকিটে ছাড় না দেওয়া নিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।
রেলের নিয়ম অনুযায়ী, মহিলাদের ক্ষেত্রে ৫৮ বছর ও পুরুষদের ৬০ বছর বয়স হলে ভাড়ায় ছাড়া পাওয়া য়ায়। মহিলারা পান ৫০ শতাংশ ছাড়, পুরুষরা পান ৪০ শতাংশ ছাড় পান।
রেল মন্ত্রকের এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
র্তমানে অধিকাংশের আর্থিক পরিস্থিতি খারাপ। রেলমন্ত্রক তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক। তাতে তাদের সমস্যার কিছুটা সুরাহা হবে বলে মত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -