Israel-Palestine War: মুহুর্মুহু রকেট, গুলি-বোমা, সকাল থেকে নিহত ২২, ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধে উদ্বিগ্ন মোদি
সংঘাতের দীর্ঘ ইতিহাস। আবারও মুখোমুখি সংঘর্ষে ইজরায়েল এবং প্যালেস্তাইন। তাতে প্যালেস্তাইনের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে দিল ইজরায়েল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবেশ কিছু দিন ধরেই সংঘাতের পারদ চড়ছিল। শনিবার সকাল থেকে তা চরম আকার ধারণ করল। গাজা থেকে ‘হামাস’ প্রথম রকেট ছোড়ে বলে অভিযোগ।
ইজরায়েলের দাবি, প্রথম হামলার ২০ মিনিটের মধ্যেই পর পর, ঝাঁকে ঝাঁকে প্রায় ৫০০০ রকেট ছোড়া হয় গাজা থেকে। তাতে দুপুর পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর মিলেছে।
এর পরই ইজরায়েলের তরফে প্যালেস্তাইনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়। তারাও পাল্টা আঘাত হানতে শুরু করেছে। এখনও পর্যন্ত একজন প্যালেস্তিনীয় নাগরিকের মৃত্যুর খবর মিলেছে।
প্যালেস্তাইনের রাজনৈতিক দল ‘হামাস’। যদিও আমেরিকা এবং ইজরায়েল তাদের সন্ত্রাসী বলে চিহ্নিত করেছে। ইজরায়েলের দাবি, সকাল থেকে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ করতে শুরু করেছে ‘হামাস’।
সোশ্যাল মিডিয়ায় যে ছবি এবং ভিডিও সামনে এসেছে, তাতে উর্দি এবং বন্দুকধারী লোকজনের দেখা মিলেছে ইজরায়েলের অন্দরে। এমনকি গাজা থেকে প্যারাশ্যুটও নামতে দেখা গিয়েছে ইজরায়েলে। যদিও সেই ছবি এবং ভিডিও-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আন্তর্জাতিক মহল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘ইজরায়েলে সন্ত্রাসী হামলার খবরে গভীর ভাবে উদ্বিগ্ন। নিরীহ মানুষজন এবং তাঁদের পরিবারের জন্য প্রার্থনা করছি। এই কছিন সময়ে ইজরায়েলের পাশে আছি’।
'হামাস' কমান্ডার মহম্মদ দিইফও ইজরায়েলের বিরুদ্ধে 'অপরারেশন আল-আকসা স্টর্ম'-এর ঘোষণা করেছেন। প্যালেস্তিনীয়দের যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, যথেষ্ট হয়েছে। এবার সময় এসেছে ঝাঁপিয়ে পড়ার।
বেশ কয়েক সপ্তাহ ধরে ইজরায়েলের দখলে থাকা ওয়েস্ট ব্যাঙ্কে বোমা-গুলি বিনিময় চলছিল। তাতে প্রায় ২০০ প্যালেস্তিনীয়র মৃত্যুর খবর মিলেছে। প্যালেস্তাইনে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগও উঠেছে ইজরায়েলের বিরুদ্ধে। তাদের দাবি, জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। যদিও প্যালেস্টাইনের দাবি, ঘরে ঘরে ঢুকে অত্যাচার চালানো হয়েছে। বেছে বেছে ইজরায়েল বিরোধীদের নিশানা করা হয়েছে।
ইজরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে এযাবৎ একাধিক বার যুদ্ধ বেধেছে। ২০০৭ সালে গাজা 'হামাস'দের দখলে চলে যাওয়ার পর থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। 'হামাস'দের দখলে চলে যাওয়ার পর গাজা সীমান্ত বন্ধ করে দেয় ইজরায়েল। ফলে অর্থনৈতিক ভাবে অবরুদ্ধ হয়ে পড়ে গাজা। প্যালেস্তিনীয়দের অভিযোগ, অন্যায় ভাবে শাস্তি দেওয়া হচ্ছে তাঁদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -