খুলে গেল রেস্তোরাঁ, শপিং মল, বিধি মেনে টলিপাড়ায় শুটিং শুরু
ছবি সৌজন্যে- পিটিআই
1/11
প্রায় ৪৫ দিন পর, মঙ্গলবার করোনা সংক্রান্ত বিধিনিষেধ কিছুটা শিথিল হতেই খুলল শহরের মল, রেস্তোরাঁ।
2/11
সরকারি নির্দেশ অনুযায়ী, আজ, বুধবার সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত খোলা শপিং মল ।
3/11
তবে একসঙ্গে ৩০%-র বেশি ক্রেতা মলে থাকতে পারবেন না বলে জানানো হয়েছে রাজ্যের তরফে।
4/11
আজ থেকে রেস্তোরাঁ চালু থাকার সময় বেড়েছে। বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু রেস্তোরাঁ।
5/11
ছাড় দেওয়া হয়েছে জরুরি পরিষেবার ক্ষেত্রে। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাইরে বেরোনোয় বহাল বিধিনিষেধ।
6/11
২৫ শতাংশ কর্মী নিয়ে সরকারি ও বেসরকারি অফিস চালু হলো আজ থেকে।
7/11
ইউনিট প্রতি ৫০ জন টেকনিশিয়ান নিয়ে টলিপাড়ায় শুটিং শুরু।
8/11
সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত খোলা বাজার ও দোকান।
9/11
অন্যান্য দোকান খোলা সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত।
10/11
স্টাফ স্পেশাল ট্রেন ছাড়া বন্ধ লোকাল ট্রেন পরিষেবা। বন্ধ রয়েছে অন্যান্য গণপরিবহন। আজ থেকে চালু হলো স্পেশাল মেট্রো পরিষেবাও।
11/11
সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত খোলা রয়েছে ব্যাঙ্ক। সব ছবি সৌজন্যে- পিটিআই
Published at : 16 Jun 2021 03:34 PM (IST)