PPE Waste: ছেঁড়া মাস্ক, ফেলে দেওয়া পিপিই কিটকে জলে রূপান্তরিত করলেন বিজ্ঞানীরা! মিরাকল মানছে বিশ্ব
নয়া দিল্লি: কোভিডকালে নানা রোগের প্রাদুর্ভাভ বৃদ্ধির পাশাপাশি বেড়েছে মাস্ক-পিপিই কিট দূষণও। যা নিয়ে বেশ কিছুটা চিন্তাও বেড়েছে বিশ্বে। যত্রতত্র মাস্ক, পিপিই কিট, গ্লাভস পড়ে থাকতে দেখা যাচ্ছে। তবে এবার এই সমস্যার সমাধান করলেন বিজ্ঞানীরাই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ ওটাগো এবং কানাডার ইউনিভার্সিটি অফ ওয়াটারলু-এর বিজ্ঞানীদের সহযোগিতায় এই অসাধ্যসাধন হয়েছে। ক্ষতিকারক বর্জ্যকে রূপান্তরিত করেছেন পুনর্ব্যবহারযোগ্য জল ও ভিনিগারে।
তারা জানিয়েছে, এই কাজটি করা হয়েছে দুটি ধাপে। প্রথমে কোভিদ বর্জ্য রাখা হয় একটি মেশিনে। সেখানে গরম উচ্চচাপের জল ও কম্প্রেসড বায়ুচাপে রাখা হয় পদার্থগুলিকে। এই চাপ ধীরে ধীরে বৃদ্ধি ঘটিয়ে পদার্থের তরলীকরণ করে জল ও অ্যাসেটিক অ্যাসিড পাওয়া যায়।
অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল এবং মেটিরিয়াল ইঞ্জিনিয়ারিং-এর অ্যাসোসিয়েট প্রফেসর ড: সাইয়েদ বারোটিয়ান বলেন, এটি সম্পূর্ণ পরিস্কার, রাসায়ানিক একটি সলিউশন। বিশ্বের জন্য যা গেম চেঞ্জার হতে চলেছে।
এর ফলে অতি সহজেই পিপিই বর্জ্য বিশ্ব থেকে কমিয়ে বরং প্রাণের মূল উপাদান জল উৎপন্ন করা যাবে। ইতিমধ্যেই এই পরীক্ষা ও ফলাদফল নিয়ে যথেষ্ট আশাবাদী গবেষকরা।
এই প্রক্রিয়ায় উৎপাদিত তরল নিরাপদ, নিষ্ক্রিয় এবং পুনরায় ব্যবহারযোগ্য। এটিকে আরও বড় পরীক্ষার জন্য তৈরি করা হচ্ছে বলে জানান হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -