India Top News : ফের নোট বাতিল, শনিবার কর্ণাটকে মুখ্যমন্ত্রী পদে শপথ সিদ্দারামাইয়ার - এক নজরে দেশের গুরুত্বপূর্ণ খবর
কর্ণাটক বিধানসভা ভোটে ভরাডুবির দিন উত্তরপ্রদেশে পুরভোটে ওঠে গেরুয়া-ঝড়। উত্তরপ্রদেশের ১৭টি পুরসভার সবকটিতেই জয়ী হল বিজেপি। যোগী আদিত্যনাথের রাজ্যের ৭৫টি জেলার ১৯৯টি নগরপালিকা এবং ৫৪৪টি নগর পঞ্চায়েতের অধিকাংশ আসনেরই দখল নিয়েছে গেরুয়াশিবির।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকর্ণাটকের মুখ্য়মন্ত্রী পদে শপথ নেবেন কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। সূত্রের খবর, আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন বিরোধীদলের একাধিক নেতানেত্রীরা।
রয়েছেন, তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়, বিহারের মুখ্য়মনত্রী নীতীশ কুমার, তামিলনাড়ুর মুখ্য়মন্ত্রী এমকে স্তালিন, এনসিপি প্রধান শরদ পওয়ার, ঝাড়খণ্ডের মুখ্য়মন্ত্রী হেমন্ত সোরেন, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, বিহারের উপ মুখ্য়মন্ত্রী তেজস্বী যাদব, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্য়মন্ত্রী উদ্ধব ঠাকরেকে।
তালিকায় রয়েছেন ন্য়াশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লাহও। ২০১৮ সালে কুমারস্বামীর শপথগ্রহণের সময়ও কর্ণাটকে দেখা গেছিল বিরোধী ঐক্য়ের ছবি।
ফের নোট বাতিল! বিজ্ঞপ্তি দিয়ে পয়লা অক্টোবর থেকে ২ হাজার নোট বাতিলের ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বদলে নেওয়া যাবে ২ হাজার টাকার নোট।
পয়লা অক্টোবর থেকে তার আর কোনও মূল্য় থাকবে না। অর্থাৎ চালু হওয়ার ৭ বছরের মধ্য়েই বাতিল করতে হল ২ হাজার টাকার নোট।
রিজার্ভ ব্য়াঙ্ক অফ ইন্ডিয়া বা RBI জানিয়েছে, ২৩ মে থেকে শুরু করে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্য়াঙ্কে ২ হাজার টাকার নোট জমা দেওয়া যাবে। যে কোনও ব্যাঙ্ক থেকে সর্বাধিক ২০ হাজার টাকার ২ হাজারের নোট অর্থাৎ সর্বাধিক ১০টি নোট বদলে অন্য টাকার নোট পাওয়া যাবে। কিন্তু কেউ নিজের অ্যাকাউন্টে যতখুশি ২ হাজার টাকার নোট জমা দিতে পারবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -