Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Sikkim Flood: সিকিমে মৃতের সংখ্যা বেড়ে ১৯, তিস্তার জলে বাংলায় ভেসে এল আরও ২২ মৃতদেহ
মেঘভাঙা বৃষ্টি এবং তার জেরে হড়পা বান। দুইয়ের জেরে বাঁধভাঙা বন্যায় ভেসে গিয়েছে সিকিম। সিকিমে মৃতের সংখ্যা বেড়ে ১৯।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযে তিস্তা বছরভর পর্যটকদের মন ভোলায়, এবার তার ভয়াল রূপ কেড়ে নিয়েছে জীবন। সিকিমের মেঘভাঙা বৃষ্টিতে জলের তোড়ে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে অনেকের।
মূলত সিকিমের মেঘভাঙা বৃষ্টিতে ফুঁসছে তিস্তা। এর মধ্যেই তিস্তার জলে বাংলায় ভেসে এসেছে আরও ২২ জনের দেহ।
৪ অক্টোবর, বুধবার একেবারে ভোররাতে মেঘভাঙা বৃষ্টি শুরু হয় সিকিমে, হিমবাহ হ্রদ ভেঙে বিপুল পরিমাণ জল নামে তিস্তা নদীতে। তার জেরেই হঠাৎ বেড়ে যায় তিস্তার জলস্তর।
১০ নম্বর জাতীয় সড়কের বেশ কিছুটা অংশ ভেঙে গিয়েছে। ভেঙে গিয়েছে চুংথাং বাঁধও। তিস্তার জল বেড়ে গিয়ে একাধিক ছোট শহর, একাধিক প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে।
দু কূল ছাপিয়ে বইছে তিস্তা। তার জেরেই প্রবল জলের তোড়ে ধুয়ে মুছে সাফ সিকিমের বিস্তীর্ণ এলাকা। কালচিনি-ময়ূরেশ্বরের দুই জওয়ানের মৃত্যু। নিখোঁজ শতাধিক। আটকে ৭ হাজার পর্যটক।
উত্তর সিকিমের সিংতামে সেনা ছাউনি ভেসে গিয়েছে। তিস্তার চরে মিলেছে সেনার ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে গাড়ির ভাঙা যন্ত্রাংশ।
উদ্ধারকাজ শুরু হয়েছে সঙ্গে সঙ্গেই। প্রয়োজনীয় পরিকাঠামোগত সহযোগিতাও দেওয়া হচ্ছে কেন্দ্রের তরফে। NDRF-এর বাহিনী, ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার, সেনা জওয়ান মোতায়েন করা হয়েছে।
প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে সিকিমে। এই পরিস্থিতিতে অগ্রিম আর্থিক সাহায্য়ের কথা ঘোষণা করল কেন্দ্র।
সিকিমের স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড-এ কেন্দ্রের যে অংশ রয়েছে তার থেকেই ৪৪.৮ কোটি টাকা অ্যাডভান্স অ্যামাউন্ট দেওয়ার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -