Sikkim Floods: প্রবল বৃষ্টির জেরে সিকিমের বিভিন্ন জায়গায় ভূমিধসে বন্ধ একাধিক রাস্তা, বিপাকে পর্যটকরা
টানা তিনদিন প্রবল বৃষ্টির ফলে পাহাড় থেকে ধসে পড়া মাটি ও বড় বড় পাথরের টুকরো নিচে নেমে এসে বন্ধ করে দিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক সহ একাধিক রাস্তা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১০ নম্বর জাতীয় সড়ক হল দেশের অন্য প্রান্তের সঙ্গে সিকিমের যোগাযোগের প্রধান রাস্তা। তাই এটি বন্ধ হয়ে যাওয়া যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে গেছে।
খবর পেয়ে প্রশাসন ও সেনা প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে গিয়ে রাস্তা পরিষ্কার করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।
সিংটামের শান্তিনগর এলাকায় সবথেকে বড় ভূমিধসের ঘটনা ঘটেছে। যার ফলে বন্ধ হয়ে গেছে ১০ নম্বর জাতীয় সড়কের যান চলাচল। যে রাস্তাটি গ্যাংটকের সঙ্গে যোগাযোগের একমাত্র রাস্তা।
ওই এলাকায় পার্ক করে রাখা একটি এসইউভি ভূমিধসের ফলে পুরোপুরি চাপা পড়ে গেছে ধ্বংসস্তূপের নিচে। পাশাপাশি পাহাড় থেকে নেমে আসা জলস্রোতের ফলে সিংটাম অঞ্চলের ছিসোপানি এলাকার বেশ কয়েকটি বাড়ি বন্যার জলে ভেসে গেছে।
ভূমিধসের ফলে মঙ্গলবার ভোর থেকে ১০ নম্বর জাতীয় সড়কে আটকে পড়ছে প্রচুর গাড়ি। ফলে বন্ধ রয়েছে যান চলাচল। বাধ্য হয়ে অন্য রুট দিয়ে সিংটাম থেকে গ্যাংটকের রাস্তায় যাচ্ছে গাড়িগুলি।
প্রবল বৃষ্টির জেরে ভূমিধসের সৃষ্টি হয়েছে গ্যাংটকের শিব মন্দির এলাকার কাছে অবস্থিত পানিহাউস এলাকাতেও। অন্যদিকে ভূমিধসের ফলে বন্ধ হয়ে গেছে মানগান থেকে টুংনাগা হয়ে চুংথাংয়ের রাস্তাও।
লাচেন থেকে থাঙ্গু হয়ে গুরুডংমার লেক যাওয়ার রাস্তাটিও লাচেন থেকে থাঙ্গুর মধ্যে ভূমি ধস নামার ফলে বন্ধ হয়ে গেছে।
গত বছরের অক্টোবর মাসে দক্ষিক লোহনাক লেকের জল উপচে পড়ে হড়পা বান হয় তিস্তা নদীতে। এর ফলে মানগান জেলার জনপ্রিয় পর্যটনস্থল লাচেনে যাওয়া বন্ধ হয়ে গেছিল পর্যটকদের। বাধ্য এই জেলার অন্য একটি পর্যটনস্থল লাচুংয়ে গিয়ে ছুটি কাটাতে বাধ্য হয়েছিলেন পর্যটকরা।
রংরাঙ্গের কাছে আম্বিথাম এলাকায় নিখোঁজ হয়েছেন তিনজন, মানগানের কাছে পাকশীপ একজনের মৃতদেহ উদ্ধার হওয়ার পাশাপাশি নিখোঁজ দুজন। ডিজঙ্গুর গ্রেথাঙ্গে ভেঙে পড়েছে তিনটি বাড়ি, মানগানের পেনটোকের নামপাথাঙ্গে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বন্ধ হয়েছে রাস্তাও।
কাছাকাছি ব্রিংবঙ্গ আউট পোস্টের ভূমি ধস নামায় সেখানকার কর্মীদের নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে। সাকালাঙ্গ সেতুর অবস্থা বিপজ্জনক হয়ে পড়েছে।
মোবাইল নেটওয়ার্কের সমস্যা দেখা দিয়েছে উত্তরে। ওই এলাকার ডিআইজি মানগানে অবিলম্বে এক ব্যাটালিয়ন রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েনের আবেদন করার পাশাপাশি গৃহহারা মানুষদের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে বলা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পর্যটকদের নিরাপদে স্থানান্তরিত করারই এখন লক্ষ্য প্রশাসনের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -