Sikkim : চারিদিকে বরফ আর বরফ, আকাশভাঙা বৃষ্টি, রাস্তাতেই আটকে ঘণ্টার পর ঘণ্টা ! সিকিমে রুদ্ধশ্বাস পরিস্থিতি
প্রবল দুর্যোগের ফলে লাচেন, লাচুং, গোমরা, ভ্যালি অফ ফ্লাওয়ার্স এবং জিরো পয়েন্ট সহ প্রধান পর্যটন কেন্দ্রগুলিতে যাওয়ার রাস্তাগুলির মারাত্মক ক্ষতি হয়।
সিকিমে প্রবল প্রাকৃতিক দুর্যোগ
1/7
পর্যটনের মরসুম। গ্রীষ্মশুরুতে স্বস্তি পেতে বহু পর্যটকেরই এখন ডেস্টিনেশন সিকিম। কিন্তু এরই মাঝে রবিবার তুমুল প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হলেন পর্যটকরা। প্রবল বৃষ্টি, শিলাবৃষ্টি ও তুষারপাতে আটকে যায় সারি সারি গাড়ি।
2/7
পূর্ব সিকিমের জনপ্রিয় পর্যটন কেন্দ্র Tsomgu লেক ও Thegu। এই দুইয়ের মধ্যে রাস্তায় আটকে পড়ে প্রায় ২০০ টি গাড়ি। নামারও অবস্থা নেই। আর নেমে এগনোরও অবস্থা ছিল না।
3/7
পরে সিকিম পুলিশ এবং ভারতীয় সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় সব যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। যদিও রবিবার ভয়ঙ্কর দুর্যোগের মধ্যে কয়েকঘণ্টা কার্যত রুদ্ধশ্বাস সময় কাটাতে হয় পর্যটকদের।
4/7
সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, গত ২৪ এপ্রিল ১৩০ মিমি বৃষ্টি হয়। সেই সঙ্গে বজ্রপাত। প্রবলজলের তোড়ে ভাঙতে শুরু করে নরম পাহাড়। রাস্তা ক্ষতি হ ভয়ঙ্কর ভাবে।
5/7
প্রবল দুর্যোগের ফলে লাচেন, লাচুং, গোমরা, ভ্যালি অফ ফ্লাওয়ার্স এবং জিরো পয়েন্ট সহ প্রধান পর্যটন কেন্দ্রগুলিতে যাওয়ার রাস্তাগুলির মারাত্মক ক্ষতি হয়। এর ফলে একাধিক ভূমিধস নেমেছে। ধাক্কা খেয়েছে সিকিমের পর্যটন-নির্ভর অর্থনীতি। সড়কের অবস্থা চূড়ান্ত খারাপ।
6/7
স্বস্তিক প্রকল্পের অধীনে, বিআরও কর্মীরা তীব্র ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ পুনরুদ্ধারের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। লাচেনের রাস্তায় প্রায় ৭০ মিটার গভীর ফাটল দেখা গিয়েছে, খবর স্থানীয় মাধ্যমে।
7/7
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, ভারত-চীন সীমান্তে অবস্থিত নাথুলা ভ্রমণের জন্য কোনও অনুমতি জারি করা হয়নি।
Published at : 28 Apr 2025 03:02 PM (IST)